Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ganga Vilas Cruise: বিলাসবহুল প্রমোদতরীতে চেপে ঘুরে আসুন বারানসি, জানুন বিলাসবহুল গঙ্গা বিলাসের খরচ কত

অত্যাধুনিক ক্রুজে চেপে ভারত এবং বাংলাদেশের প্রায় ৫০টি দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ করে দিতে চলেছে ভারত সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বারাণসীতে উদ্বোধন হয়ে গেল বিলাসবহুল ক্রুজার…

Avatar

অত্যাধুনিক ক্রুজে চেপে ভারত এবং বাংলাদেশের প্রায় ৫০টি দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ করে দিতে চলেছে ভারত সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বারাণসীতে উদ্বোধন হয়ে গেল বিলাসবহুল ক্রুজার গঙ্গা বিলাসের। এই ক্রুজারটি উত্তরপ্রদেশের বারানসি থেকে বেরিয়ে ২৭ টি নদী ঘুরে দুই দেশের মোট ৫২ টি দর্শনীয় স্থান ভ্রমণ করে পৌঁছে যাবে অসমের ডিব্রুগড়ে। সেখানেই এই ক্রুজের যাত্রা শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ জলযানের যাত্রায় থাকবে সুন্দরবন থেকে শুরু করে বাংলাদেশের বেশ কিছু দর্শনীয় স্থান।এই ক্রুজার এম ভি গঙ্গা লম্বায় ৬২ মিটার এবং চওড়ায় ১২ মিটার। তিনতলা এই জাহাজকে সাজিয়ে তুলতে খরচ হয়েছে ৬৮ কোটি টাকা। গঙ্গা বিলাসের পথে সুন্দরবন ও কাজিরাঙা ন্যাশনাল পার্ক পড়বে। এছাড়াও ক্রুজে বিনোদনের সমস্ত উপকরণ থাকবে মজুদ। থাকবে জিম, স্পা। গান ও বিনোদনমূল অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকবে এতে। ৮০ জন যাত্রী উঠতে পারবেন এই ক্রুজে। এছাড়াও রয়েছে ১৮ টি স্যুট। হুগলি নদী থেকে বারানসি পর্যন্ত নদীপথে সবকিছু পরিবহন করতে পারবেন যাত্রীরা। তবে, সব জায়গাই দেখা যাবে নদী পথেই। জাহাজের অন্দরে রয়েছে সান ডেক, যেখান থেকে সহজেই আপনি একান্তে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন। জাহাজের অন্দরসজ্জা যেকোনো পাঁচতারা হোটেলকে নিমেষেই হার মানিয়ে দিতে পারে।এই ক্রুজ বারাণসী থেকে যাত্রা শুরু করে এই ক্রুজ পৌঁছবে পাটনা, তারপর বক্সার, গাজীপুর। পরের গন্তব্য হবে কলকাতা। ফরাক্কা পেরিয়ে এটি এগিয়ে যাবে বাংলাদেশের দিকে। সেখানে ১৫ দিন কাটিয়ে চলে যাবে গুয়াহাটি। এই ক্রুজ শুধু ভারতের দর্শনীয় স্থান নয়, পরিক্রমা করবে বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য জায়গাও। শতাব্দী প্রাচীন মসজিদ থেকে শুরু করে ভূতুড়ে শহর সোনারগাঁও পেরবে এটি। কিন্তু সকলের মনে এখন একটাই প্রশ্ন, এই গঙ্গা বিলাসে ভ্রমণ করতে খরচ কত টাকা হবে?অন্তরা লাক্সারি রিভার ক্রুজ ওয়েবসাইট থেকে এই গঙ্গা বিলাস বুক করা যাবে। ৫২ দিনের গোটা প্যাকেজ বুক করতে হলে প্রতি রাতের জন্য খরচ হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা করে। তবে যদি এতটা সময় আপনার হাতে না থাকে তাহলে আপনি বারানসি থেকে কলকাতা অথবা কলকাতা থেকে ডিব্রুগড়ের যাত্রা বুক করতে পারেন। তবে যারা নতুন বছরে এই ক্রুজে ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য রয়েছে খারাপ খবর। জাহাজ বুকিং সংস্থাটি জানিয়ে দিয়েছে আগামী দুই বছরের জন্য এই জাহাজের সমস্ত টিকিট ইতিমধ্যেই বুক হয়ে গিয়েছে। তাই যদি আপনাকে এই ক্রুজার বুক করতে হয় তাহলে কোন একজনকে হয়তো টিকিট ক্যানসেল করতে হবে।
About Author