Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pushpa 2: ‘পুষ্পা ২’ থেকে সত্যিই কি বাদ পড়লেন রশ্মিকা? মুখ খুললেন অভিনেত্রী

২০২১ থেকেই দক্ষিণী ছবি 'পুষ্পা: দ্যা রাইজ'এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার…

Avatar

২০২১ থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার এসপি ভাবার সিং শিখাওয়াতের অভিনয়ও অসংখ্য প্রশংসা কুড়িয়েছিল। আপাতত অগণিত দর্শকমহল আবারো তাদের প্রিয় আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন।

শেষ দু-এক মাস ধরে শোনা যাচ্ছিল আসন্ন এই ছবিতে দেখা নাও মিলতে পারে রশ্মিকার। ছবি থেকে অভিনেত্রীর বাদ যাওয়ার কথাও বেশ চর্চায় রয়েছে মিডিয়ার পাতাতে। তবে সম্প্রতি এতো জল্পনার মাঝে এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন, সুকুমার পরিচালিত আসন্ন এই ছবিতে তিনি সত্যিই থাকছেন কিনা? কারণ ছবিতে তার থাকা না থাকা নিয়ে এক বিপুল জল্পনা সৃষ্টি হয়েছে সাধারণ থেকে মিডিয়ামহলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, এই প্রসঙ্গে অভিনেত্রী বৃহস্পতিবার মুখ খুলেছেন মিডিয়ার সামনে। তার কথায়, তিনি যে ছবি থেকে বাদ পড়েছেন সেকথা প্রায় সবাই ভেবেই নিয়েছিলেন। কিন্তু তিনি জানিয়েছেন, এখন ‘পুষ্পা ২’তে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, আসন্ন এই ছবি নিয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত ও আশাবাদী। সম্ভবত পরের মাস থেকেই ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী। তার কথা থেকে এটুকু স্পষ্ট যে আসন্ন ‘পুষ্পা ২’তে শ্রীভাল্লীর চরিত্রে দেখা মিলবে তারই।

নিজের কথা দিয়ে রশ্মিকা এটুকু বুঝিয়ে দিয়েছেন তাকে ছাড়া ‘পুষ্পা ২’ অসম্পূর্ণ। অতএব, বড়পর্দায় পুষ্পার শ্রীভাল্লীর চরিত্র থাকছেন রশ্মিকাই। সম্প্রতি অভিনেত্রীর এই বক্তব্য অনেকটাই স্বস্তি দিয়েছে তার ভক্তমহলকে। অভিনেত্রীর থাকা না থাকা নিয়ে চিন্তার মেঘ জমেছিল তাদের মনে। আপাতত সেই মেঘ সরেছে, স্বস্তির শ্বাস নিয়েছেন তারও। আপাতত, নিজেদের প্রিয় অভিনেত্রীকে পুনরায় শ্রীভাল্লীর চরিত্রে দেখার জন্য ইতিমধ্যেই দিন গোনা শুরু করে দিয়েছেন অনুরাগীমহলের একাংশ।

About Author