Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘নাটু নাটু’র হাত ধরে এলো গোল্ডেন গ্লোব পুরস্কার, বিজয়রথ অব্যাহত RRR এর

আবারো নতুন পালক RRR এর মুকুটে। এবারে এই সিনেমাটি হয়ে উঠলো গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড এর উইনার। এই সিনেমার নাটু নাটু গানের জন্য এবারে গোল্ডেন গ্লোব পুরস্কার পেলো এস এস রাজামৌলির…

Avatar

আবারো নতুন পালক RRR এর মুকুটে। এবারে এই সিনেমাটি হয়ে উঠলো গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড এর উইনার। এই সিনেমার নাটু নাটু গানের জন্য এবারে গোল্ডেন গ্লোব পুরস্কার পেলো এস এস রাজামৌলির এই ছবিটি। এই পুরস্কারের মধ্রে সেরা অরিজিনাল গানের পুরস্কার উঠলো এই ছবির ভাগ্যে। এই গানটি কম্পোজ করেছিলেন এমএম কীরাবাণী এবং গেয়েছিলেন কাল ভৈরব এবং রাহুল সিপ্লিগুঞ্জ। তারাই এই পুরস্কার পেয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে এই গানের একটি আলাদা জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সকলের মধ্যেই। এখন যারা রাম চরণ, জুনিয়র বা রাজামৌলির ভক্ত তাদের কাছে এই গানটি প্রধান সঙ্গীত হয়ে উঠেছে।

এই ছবিটি আদতে প্রাক স্বাধীনতা সময়ের একটি সত্যি ঘটনা নির্ভর। ৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এর জন্য এই ছবিটি সেরা অ-ইংরেজি ছবি হিসাবে মনোনীত হয়েছিল। এই ছবিরই গান ‘নাটু নাটু’ টেলর সুইফটের ‘ক্যারোলিনা’, টপ গান: ম্যাভেরিক ছবি থেকে লেডি গাগার গাওয়া ‘হোল্ড মাই হ্যান্ড’, রিহানার গাওয়া ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারের ‘লিফট মি আপ’, ইত্যাদি গানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এটি একটি ডান্স নম্বর হলেও এই গানের কোরিওগ্রাফি আকর্ষণীয় ছিল। এর আগে প্রায় দশ বছর আগে স্লামডগ মিলিয়নিয়ার ছবির হাত ধরে দেশে এসেছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এরপর আবার এই গানের হাত ধরে এলো পুরষ্কার। ড্যানি বয়েলের স্লামডগ মিলিয়নিয়ার ছবির জন্য অরিজিনাল গানের জন্য এই পুরস্কার পেয়েছিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। এর আগে ১৯৫৭ সালে ভি শান্তা রামের ছবি দো আঁখে বারা হাত ছবির জন্য দেশ পেয়েছিল গোল্ডেন গ্লোব।

বলে রাখি, এস এস রাজা মৌলির এই ছবিটি বিদেশে ব্যাপক জনপ্রিয়। নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পরেই সারা বিশ্বে এই ছবির জয়জয়কার। চলতি বছরের শুরুর দিকেই ওটিটি প্ল্যাটফর্মে এসেছে এটি। ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে ছবিটি পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিল। গোল্ডেন গ্লোবসে দুটি বিভাগে। শুধু তাই নয়, অস্কারেও ছবিটি দুটি বিভাগে শর্টলিস্টেড হয়েছে। আর বিএএফটিএ পুরস্কারের জন্য একটি বিভাগে।

About Author