ক্রিসমাস পালন উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীদের মাথাতে ছিল সান্টা টুপি, তার ঝলক রয়েছে ভিডিওতেই। এদিন তাদের সাথে আনন্দ করার জন্যই মজার ছলে এই ভিডিওটি বানিয়েছিলেন এই শিক্ষিকা। এদিন পড়ুয়াদের সাথে নিয়ে কেকও কেটেছিলেন তিনি, তার ঝলকও করেছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে মজা পেয়েছেন নেটজনতার একাংশ, কমেন্টবক্সে তাদের মন্তব্যতেই স্পষ্ট সেকথা। তবে তাদের মাঝে একাংশের মত, স্কুলে ক্লাসরুমের মধ্যে শিক্ষিকার এমন ধরনের ভিডিও বানানো উচিৎ হয়নি। এই ধরনের গান কিংবা ভিডিও বানানো শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বলাই বাহুল্য, আলিশা নামের এই শিক্ষিকা নিজের এই সাম্প্রতিক রিল ভিডিওটির সূত্র ধরে নেটজনতার একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন।
‘পাতলি কামারিয়া মোরি’, ছাত্রদের সামনে ক্লাসরুম উদ্দাম নাচ এই শিক্ষিকার, ভাইরাল ভিডিও
বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া, তাদের বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসর কাটানোর সঙ্গী হিসেবেও ধরে নিয়েছে। এই নেটদুনিয়াতে কোন কিছুই ভাইরাল হতে খুব বেশি…

আরও পড়ুন