Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Note cancellation India RBI: শুধু ৫০০ ও ২,০০০ টাকা নয়, এই নোটটিও বাতিল করেছে ভারত সরকার, জানুন কোন নোটটি হলো বাতিল?

ভারতে নতুন নোট ছাপানো এবং চালানোর জন্য RBI দায়ী। দেশে এক টাকার মুদ্রা থেকে শুরু করে ২০০০ টাকার নোট পর্যন্ত কারেন্সি চলে থাকে। ২০১৬ সালে, সরকার দেশে ৫০০ এবং ১০০০…

Avatar

ভারতে নতুন নোট ছাপানো এবং চালানোর জন্য RBI দায়ী। দেশে এক টাকার মুদ্রা থেকে শুরু করে ২০০০ টাকার নোট পর্যন্ত কারেন্সি চলে থাকে। ২০১৬ সালে, সরকার দেশে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করার ঘোষণা দেয়। অর্থাৎ সেই সময় থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট সম্পূর্ণ বাতিল হয়ে যায়। সরকার ৫০০ টাকার নতুন নোট ছাপলেও, ১০০০ টাকার নোট আর ছাপা হয়নি। সম্প্রতি, সুপ্রিম কোর্টও একটি রায় দিয়েছে যাতে বলা হয়েছিল যে, নোটবন্দী করা সঠিক সিদ্ধান্ত ছিল সরকারের।

তবে, এই প্রথম নয় যে একটি নোট প্রচলন থেকে সরানো হয়েছে। আরও একটি নোট ছিল যা দুবার ডিমোনেটাইজ করা হয়েছিল, কিন্তু সেই নোট সম্পর্কে অনেকেই জানেন না। আমরা যে নোটটির কথা বলছি তা ১৯৩৮ সালে প্রথম মুদ্রিত হয়েছিল। কিন্তু, এর যাত্রা দীর্ঘস্থায়ী হয়নি এবং মাত্র ৯ বছরের মধ্যেই এটির চলন বন্ধ হয়ে যায়। এর পরে, এটি আবার বাস্তবে আনা হয়। এই নোট যখন আবার বাজারে আসে, তখন ভারত ছিল একটি স্বাধীন দেশ এবং সালটি ছিল ১৯৫৪। তারপর থেকে এই নোটটির দীর্ঘকাল প্রচলন ছিল। কিন্তু পরে এই নোটটিকে সম্পূর্ণ বাতিল করার ঘোষণা করা হয় ভারত সরকারের দ্বারা। আপনাদের জানিয়ে রাখি, এই নোটটি ছিল ১০,০০০ টাকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেশে বর্তমানে প্রচলিত ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ২০০০ টাকার নোট। RBI আইন, ১৯৩৪-এর ধারা ২৪ অনুসারে, RBI-এর ২,৫,১০,২০,৫০,১০০,২০০,৫০০ এবং ২০০০, ৫,০০০, ১০,০০০ টাকার নোট ছাপানোর অধিকার রয়েছে। তবে কখনোই ১০,০০০ টাকার বেশি মূল্যের নোট ছাপানো যায়না ভারতে।

About Author