Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Arijit-Koel: বউয়ের হাত ধরেই বিমানবন্দর থেকে বেরোলেন অরিজিৎ, সাদামাটা গায়ক মন জয় করলেন সকলের

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে তিনি। গোটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা রয়েছে তার। সেই কথা অবশ্য তাকে দেখে বোঝা বেজায় কঠিন। একেবারে সাদামাটা জীবন যাপনে বিশ্বাসী অরিজিৎ সিং। ব্যতিক্রমী নন তার স্ত্রী কোয়েল রায়…

Avatar

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে তিনি। গোটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা রয়েছে তার। সেই কথা অবশ্য তাকে দেখে বোঝা বেজায় কঠিন। একেবারে সাদামাটা জীবন যাপনে বিশ্বাসী অরিজিৎ সিং। ব্যতিক্রমী নন তার স্ত্রী কোয়েল রায় সিংও। সেই ছোট থেকেই চেনা জানা তাদের। ছেলেবেলার বান্ধবীকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন জিয়াগঞ্জের এই ছেলেটা। অবশ্য কোয়েল গায়কের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী রূপরেখা ব্যানার্জীর সাথে বিচ্ছেদের পর ২০১৪’তে কোয়েলের সাথে সাত পাক ঘুরেছিলেন গায়ক। কোয়েল ও অরিজিৎ’এর তিন সন্তান দুই পুত্র ও এক কন্যা। উল্লেখ্য, কন্যা কোয়েলের আগের পক্ষের সন্তান। অরিজিৎও তার দ্বিতীয় পক্ষের স্বামী। তবে এই মুহূর্তে কোয়েল ও অরিজিৎ’এর একটি ভিডিও ভাইরাল হয়েছে আর সেই সূত্রেই পুনরায় চর্চায় তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে মুম্বাইতে রয়েছেন অরিজিৎ সিং। সম্প্রতি ‘ভাইরাল ভয়ানী’ নামের ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে গায়ককে স্ত্রী কোয়েলের হাত ধরে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গিয়েছে। এদিন দুজনেই একেবারে সাধারণ পোশাকে ছিলেন। তার ঝলক অবশ্য ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। খুব স্বাভাবিকভাবেই বিমানবন্দর থেকে বেরোনোর সময় পাপারাজিৎদের নজর এড়াননি অরিজিৎ ও কোয়েল।

এদিন অরিজিৎ সিংয়ের পরনে ছিল একটি কালো টি-শার্ট ও ছাই রঙের ট্রাউজার। পাশাপাশি তার স্ত্রীকে কালো জিন্স ও কালো হুডিতে দেখা গিয়েছে। চোখে ছিল রোদ চশমাও‌। এদিন বিমানবন্দর থেকে একে অপরের হাত ধরেই বেরতে দেখা গিয়েছিল তাদের। পাপারাজিৎদের সূত্র ধরেই এই মুহূর্তে সেই ঝলকই ভাইরাল গায়কের অগণিত ভক্তমহলের পাশাপাশি নেটজনতার অধিকাংশের মাঝে। উল্লেখ্য, এদিন বিমানবন্দরের বাইরে গায়কের একাধিক ভক্তেরও দেখা মিলেছিল। অরিজিৎ সিংয়ের সাথে ছবিও তুলতে দেখা গিয়েছিল তাদের। নিজের ভক্তদের কখনোই নিরাশ করেন না অরিজিৎ। সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওতেও তার প্রমাণ মিলেছে।

About Author