Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Akshay Kumar’s Son: ছবিতে দেখা এই সুন্দরী মেয়েটির সঙ্গে অক্ষয় কুমারের ছেলে আরভের বিশেষ সম্পর্ক, চিনে নিন তাঁকে

বলিউডের খিলাড়ি তিনি। সেই শুরুর সময় থেকেই সফলতার সাথে অভিনেতা হিসাবে দর্শকমহলে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে রেখেছেন তিনি। অ্যাকশন হোক কিংবা রোমান্স সবেতেই পর্দা কাঁপান তিনি। তার ছবি…

Avatar

বলিউডের খিলাড়ি তিনি। সেই শুরুর সময় থেকেই সফলতার সাথে অভিনেতা হিসাবে দর্শকমহলে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে রেখেছেন তিনি। অ্যাকশন হোক কিংবা রোমান্স সবেতেই পর্দা কাঁপান তিনি। তার ছবি মুক্তি পেলেই হলে উপচে পরে ভিড়। মিডিয়ার পাতায় কারণে-অকারণে অভিনেতা চর্চায় থাকলেও নিজের সন্তানদের চিরকালই লাইমলাইট থেকে দূরেই রেখেছেন তিনি। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ একাধিকবার মিলেছে এই সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

রাজেশ খান্না কন্যা টুইঙ্কেল খান্নার সাথে। ২০০১ সাল থেকে একসাথে সুখী বিবাহিত জীবন কাটাচ্ছেন অক্ষয় কুমার। এনারা দুজনেই নিজেদের ভালোবাসার ঝলক নিয়ে প্রায়ই চর্চায় থাকেন। নেটদুনিয়ায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। তাদের দুই সন্তান, ছেলে আরব ও কন্যা নিতারা। নিজেদের দুই সন্তানকে লাইমলাইট থেকে থেকে দূরে রাখলেও তাদের পুরোপুরি পাপারাজিৎদের নজর থেকে বাঁচানো কঠিন। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তার একাধিক ঝলক অবশ্য মেলে এই সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এক সুন্দরীর সাথে ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে অক্ষয় পুত্রের। থেকে থেকেই নেটমহলে তাদের একসাথে দেখা মেলে। তবে ইনি কে! তা জানেন না অনেকেই। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে আরব ভাটিয়ার সাথে যাকে দেখা যাচ্ছে তিনি নাওমিকা সরন। নাওমিকা টুইঙ্কেল খান্নার বোন রিঙ্কি খান্নার কন্যা। উল্লেখ্য, রিঙ্কি খান্না ইন্ডাস্ট্রির প্রাক্তন অভিনেত্রী। অতএব, আরব ও নাওমিকা একে অপরের সাথে ভাই-বোনের সম্পর্ক ভাগ করে নেন ছোট থেকেই। ভাই-বোন হওয়ার সূত্রে তারা একে অপরের খুবই কাছাকাছি, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ছবিতেই সেই ঝলক স্পষ্ট। বলাই বাহুল্য, সময় পেলেই নাওমিকা ও আরব একসাথে সময় কাটান। ভাগ করে নেন সেই ছবিও। সম্প্রতি তেমনি এক ঝলকের সূত্র ধরে চর্চায় তারা।

নাওমিকার শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ছবিতে নীল রঙের একটি শার্টের পাশাপাশি গলায় মানানসই একটি হারও পরে থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি নাওমিকাকে এদিন হালকা মেকাপে একটি ডিপ নেক লাইন কাটিং, স্প্যাগেটি স্ট্রাপড্ পোশাকে দেখা গিয়েছে। নাওমিকা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে শেয়ার করে নিয়েছেন এই ছবিটি। আপাতত, তার সেই শেয়ার করে নেওয়া ছবিটিই এখন সকলের মাঝে চর্চায়।

About Author