গত দু’দিন আগে ‘দেশি গীত ৯৯’ নামের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে অভিনেত্রীর নতুন মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। শিবা চৌধুরীর গানের তালে সকলের মন মাতিয়ে তুলেছেন অভিনেত্রী। এই মিউজিক ভিডিওতে মানানসই সাজেও দেখা মিলেছে স্বপ্না চৌধুরীর। এই গানের কথা দিয়েছেন নবীন বিশু বাবা। সুর করেছেন আরকে ক্রিউ। উল্লেখ্য, অভিনেত্রীর এই নতুন মিউজিক ভিডিওটির পরিচালনার দায়িত্বে ছিলেন জিৎ গাঙ্গাস। আপাতত, অভিনেত্রীর ভক্তদের মাঝে তার এই নতুন মিউজিক ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে। তার এই নতুন মিউজিক ভিডিও বেজায় পছন্দ হয়েছে সকলেরই। প্রশংসাও করেছেন বহুজন। অবশ্য তার ঝলক রয়েছে কমেন্টবক্সেই।
খুব হট নাচের ভিডিও শেয়ার করলেন Sapna Choudhary, ঠান্ডায় ঘামতে শুরু করেছে মানুষ
অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়।…

আরও পড়ুন