এদিন সিদ্ধিবিনায়কের মন্দিরে ভালো করে পূজো করার পাশাপাশি ভোগও নিবেদন করেছিলেন তারা। গলায় নিয়েছিলেন সাধারণ নামাবলিও। পুজো দিতে গিয়ে একেবারে সাধারণ পোশাকেই ছিলেন তারা। এদিন অভিনেতা সাদা শার্ট ও অফ-হোয়াইট প্যান্টে দেখা দিয়েছিলেন। পাশাপাশি অভিনেত্রী সবুজ রঙের একটি সালোয়ার স্যুটে দেখা দিয়েছিলেন এদিন। কপালে পরেছিলেন মন্দির থেকে লাগিয়ে দেওয়া টিপও। বলাই বাহুল্য, নিজের কাছের মানুষদের সাথে নিয়ে বছরের শুরুটা সিদ্ধিবিনায়কের আশীর্বাদ নিয়েই শুরু করলেন তারা।তবে এর মাঝেই নেটনাগরিকদের একাংশ মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর সরলতা দেখে। পাশাপাশি অভিনেত্রীর রূপের উজ্জ্বলতা দেখে তারা আবারো প্রশ্ন তুলেছেন, তার মা হওয়া নিয়ে! অনেকের মতে, মা হওয়ার আগেই রূপের এমন উজ্জ্বলতা দেখা দেয় মেয়েদের। গতবছরের শেষের দিকেও অভিনেত্রীর মা হওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। তবে এই সমস্ত গুজবকে এবারই পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। এই প্রসঙ্গে মুখ খোলেননি অভিনেতাও।
Vicky-Katrina : শাশুড়িকে নিয়ে সিদ্ধিবিনায়কের মন্দিরে ক্যাটরিনা কাইফ, সঙ্গ দিয়েছিলেন ভিকি কৌশলও
২০২২'এর ৯'ই ডিসেম্বর নিজেদের বিয়ের একবছর পূরণ করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুরু থেকে বিয়ে পর্যন্ত নিজেদের সম্পর্ককে একেবারে গোপনীয়তার চাদরে মুড়ে রেখেছিলেন তারা। মিডিয়ার পাতায় তাদের নিয়ে কম…

আরও পড়ুন