Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Babar Azam: ‘আপনার কাছ থেকে টেস্ট দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হবে,’ সাংবাদিকের প্রশ্নের ক্ষুদ্ধ বাবর আজম

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান তথা সফল অধিনায়ক বাবর আজমকে এমন প্রশ্ন করে রীতিমতো বিপদে পড়েছেন পাকিস্তানি এক সাংবাদিক। উল্লেখ্য, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের পারফরমেন্স বিগত কয়েক মাস ধরে…

Avatar

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান তথা সফল অধিনায়ক বাবর আজমকে এমন প্রশ্ন করে রীতিমতো বিপদে পড়েছেন পাকিস্তানি এক সাংবাদিক। উল্লেখ্য, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের পারফরমেন্স বিগত কয়েক মাস ধরে তলানিতে ঠেকেছে। তার নেতৃত্বে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। যদিও কোনরকমে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সম্মান রক্ষা করেছেন তিনি। তবে শুধু নেতৃত্ব দিয়ে বাবর আজমের দলে জায়গা পাওয়া নিয়ে ইতিমধ্যে সংশয় তৈরি হয়েছে পাকিস্তানি ক্রিকেট প্রেমীদের মধ্যে।

বিগত কয়েক মাস ধরে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাবর আজম। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার প্রতিফলন ঘটেছে। এদিকে, পাকিস্তানি ক্রিকেট বোর্ডের দল নির্বাচক পদে জায়গা পেয়েই দলে বিরাট পরিবর্তন শুরু করেছেন শাহীদ আফ্রিদি। ইতিমধ্যে দল থেকে নিয়মিত উইকেট রক্ষক মোহাম্মদ রেজওয়ানকে ছাঁটাই করেছেন তিনি। তার স্থানে টেস্ট দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সারফরাজ আহমেদ। পাশাপাশি ওডিআই ক্রিকেটে ইতিমধ্যে সহ অধিনায়ক পরিবর্তন করেছেন আফ্রিদি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক বাবর আজমের দিকে কঠিন প্রশ্নটি ছুড়ে দেন। সাংবাদিক বাবর আজমের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে খুব শীঘ্রই আপনাকে টেস্ট দলের অধিনায়ক পদ থেকে ছাঁটাই করা হবে। কথাটা কতটুকু সত্যি? পাকিস্তানি অধিনায়ক বাবর আজম বলেন, “স্যার, কে অধিনায়ক হচ্ছে বা হারাচ্ছে তা শুধু আপনিই জানতে পারবেন। এটা আমার আমার জানার কোন প্রয়োজন নেই। আমার কাজ মাঠে পারফর্ম করা এবং আমার দলকে পারফর্ম করানো।”

About Author