গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে গোটা রাজ্য জুড়ে। আজ মহালয়া, আর দেবীপক্ষ শুরুর আগে সারা পশ্চিমবঙ্গবাসীর জন্য রইলো দুঃসংবাদ। আবহাওয়া দফতরের তরফ থেকে জন্য যায় যে, বৃষ্টি মাথায় নিয়ে দেবী পক্ষের সূচনা হতে চলেছে বাংলায়।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয় যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তাছাড়া উত্তর প্রদেশের উপর বিরাজ করছে ঘূর্নাবর্ত আর এই দুই এর ফলে বৃষ্টি এখনও বিরাজ করছে বঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর কলকাতা সহ দক্ষিনবঙ্গে মাঝারি বৃষ্টি হবে তবে প্রতিপদ ও দ্বিতীয়ার দিন বৃষ্টির পরিমাণ বাড়বে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজানা যায় যে, মঙ্গলবার নাগাদ ফের নিম্নচাপ তৈরী হতে পারে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আর যদি তা হয় তাহলে এবছর বৃষ্টিতে ভাসতে চলেছে গোটা পুজো। শুধু দক্ষিণবঙ্গে না উত্তরবঙ্গেও সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।