Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gold Price: বছরের দ্বিতীয় দিনে সোনা-রুপোর দাম নিয়ে বড় আপডেট! এক্ষুনি চেক করে নিন

ভারতীয় বাজারে যদি বিনিয়োগের কথা উঠে তাহলে সবার আগে মাথায় আসে সেই সোনা এবং রুপোতে বিনিয়োগ করার কথা। অবশ্য সবদিক খতিয়ে দেখলে তার কারণ ও নেহাত ফেলনা নয়। এই দুই…

Avatar

ভারতীয় বাজারে যদি বিনিয়োগের কথা উঠে তাহলে সবার আগে মাথায় আসে সেই সোনা এবং রুপোতে বিনিয়োগ করার কথা। অবশ্য সবদিক খতিয়ে দেখলে তার কারণ ও নেহাত ফেলনা নয়। এই দুই মূল্যবান ধাতুতে বিনিয়োগ করলে সচরাচর খুব একটা বিফল কেউ হন না। বেশ কয়েক দশকের ইতিহাস এবং দু একটি বিক্ষিপ্ত প্রসঙ্গ বাদ দিলে স্পষ্টই প্রমাণ তুলে ধরে যে সোনার দাম তো বটেই, বিশেষ করে রুপোর দামও বেশিরভাগ সময় থেকেছে চড়া দিকে। যদি সোনা এবং রুপে বিনিয়োগ করতেই হয় তাহলে সবার আগে দামের ব্যাপারে মাথায় ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। এই মুহূর্তে এই দুই মূল্যবান ধাতুর দাম বেশ কিছুটা ঊর্ধ্বমুখী। প্রতিদিন এই দুই ধাতুর দাম বদলে যায়। কখনো এই দাম বাড়ে আবার কখনো দাম কমে।

আজ সোমবার ২ জানুয়ারী ২০২৩ তারিখের কথা বলতে গেলে, কলকাতায় সোনা এবং রুপোর দাম বেশ কিছুটা বেড়েছে। সবার আগে আসা যাক রুপোর কথায়। সাবেকি বিনিয়োগের কথা ছেড়ে দিলেও ইতিমধ্যেই বিয়ের মরসুম এবং তত্ত্বের বাসন-কোসন এর উপর সামগ্রী কেনাকাটার দরকার অনেকেরই পড়তে পারে। মজার ব্যাপার হলো সোনার দামের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়ে গিয়েছে রুপোর দাম। অনেক সময় দেখা যায় সোনার দাম বাড়লে ওর উপর দাম কমে যায়। কিন্তু এবার দেখা যাচ্ছে গতকাল রবিবার ১ জানুয়ারি তারিখের তুলনায়, সোমবার ২ জানুয়ারি তারিখের উপর দাম একই জায়গায় রয়েছে। সোনার দাম এই মুহূর্তে রয়েছে স্থিতিশীল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রুপোর দামের নিরিখে কথা বলতে গেলে, গতকাল রবিবার ১ জানুয়ারি ২০২৩ তারিখে, এক গ্রাম রূপোর দাম ছিল ৭১.৩০ টাকা। তবে সোমবার ২ জানুয়ারি ২০২৩ তারিখে সমপরিমাণ রূপোর দাম রয়েছে ৭১.৩০ টাকা। অর্থাৎ বলতে গেলে, রুপোর দাম এই মুহূর্তে রয়েছে একেবারেই স্থিতিশীল। একই সাথে স্থিতিশীল রয়েছে সোনার দাম। সবার আগে দেখা যাক ২২ ক্যারেট সোনার দাম কতটা হেরফের হলো। সোনার দাম গতকাল রবিবার ১ জানুয়ারি ২০২৩ তারিখে তুলনায় আজ সোমবার ২ জানুয়ারি ২০২৩ তারিখে রয়েছে একেবারে স্থিতিশীল।

গতকাল রবিবার ১ জানুয়ারি ২০২৩ তারিখে এক গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫০৬০ টাকা। একইভাবে সোমবার ২ জানুয়ারি ২০২৩ তারিখে সমপরিমাণ সমমানের সোনার দাম রয়েছে ৫০৬০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম গতকাল ছিল প্রতি গ্রামে ৫৫২০ টাকা। সেই ভাবেই আজকেও প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৫২০ টাকা। অর্থাৎ ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম এবং রুপোর দাম একেবারে একই রকম রয়েছে গতকালের তুলনায়।

About Author