Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Raj-Subhashree: স্বামী রাজকে ঠোঁট ঠাসা চুমু, ঘনিষ্ঠ ছবি শেয়ার করলেন শুভশ্রী

বছরের শুরুটা বেশ ভালো করেই শুরু করলেন রাজ-শুভশ্রী। এক অপরকে চুম্বন করেই নতুন বছরটা শুরু করলেন তারা। সেই ঝলক অবশ্য অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সবার…

Avatar

বছরের শুরুটা বেশ ভালো করেই শুরু করলেন রাজ-শুভশ্রী। এক অপরকে চুম্বন করেই নতুন বছরটা শুরু করলেন তারা। সেই ঝলক অবশ্য অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সবার মাঝে তাদের এই ছবি যে রীতিমতো নজর কেড়েছে সকলের , তা অবশ্য আলাদাভাবে উল্লেখ নিষ্প্রয়োজন।

বছরের শেষ দিনে সম্ভবত নিজেদের গ্রামের বাড়িতে বাজি পুড়িয়েই নিজেদের পরিবারের সাথে সময় কাটিয়েছেন তারা। এদিন অভিনেত্রীকে লাল রঙের একটি পোশাকে দেখা গিয়েছে। পায়ে স্নিকার্সের পাশাপাশি হালকা করে বেঁধেছিলেন চুল। অন্যদিকে রাজ চক্রর্তীর ব্ল্যাক ডেনিমের সাথে কালো জ্যাকেট পরেছিলেন। তারও পায়ে ছিল স্নিকার্স‌। এদিন পরিচালক কিংবা সাংসদ হিসাবে নয় বাবা , ছেলে ও স্বামী হিসাবেই কাটিয়েছেন দিনটা। প্রায়ই তাদের ভালোবাসার ঝলক মেলে নেটদুনিয়ার পাতায়। বছরের শেষ দিনটাও ব্যাতিক্রম হল না। তার প্রমাণ অভিনেত্রীর শেয়ার করা ছবিই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য খুব শীঘ্রই এক ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিতে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা দিতে চলেছেন তিনি। ‘ পরিণীতা ‘ , ‘ ধর্মযুদ্ধ ‘ , ‘ বিসমিল্লা ‘ র পর এবার তার অগণিত ভক্তরা অপেক্ষায় রয়েছেন ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর। অন্যদিকে রাজ চক্রর্তীর তার ‘ আবার প্রলয় ‘ নিয়ে ফিরতে চলেছেন। এই প্রথম ওটিটি কনটেন্ট বানাবেন তিনি। এই ছবিতে অভিনেত্রী থাকবেন প্রযোজনার দায়িত্বে। এই খবর প্রকাশ্যে আসতেই খুশি তার ভক্তরাও।

About Author