প্রথম থেকেই লাইট ক্যামেরার দুনিয়া থেকে দূরে থাকেন অমরীশ পুরির মেয়ে নম্রতা পুরী। তবে ফিল্ম দুনিয়া থেকে দূরে থাকলেও তিনি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন। মাঝেই মাঝেই বিভিন্ন ফটোশুটের ছবি পোস্ট করে যা দেখে অবাক হতে পারেন আপনিও। তাঁকে দেখতে খুবই সুন্দরী। অনেক বলি অভিনেত্রী ডাঁহা ফেল করবেন নম্রতার সৌন্দর্যের সামনে। আপনাদের জানিয়ে রাখি, এই নম্রতা পুরী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পাশাপাশি তিনি একজন জনপ্রিয় ডিজাইনারও। তাঁর ডিজাইন করা অনেক পোশাক নজর কেড়ে নেয় বিভিন্ন ফ্যাশন শোতে।
অমরীশ পুরির মেয়ের সৌন্দর্য্যে হার মানবে আলিয়া ও জাহ্নবী, দেখুন হৃদয় ছোঁয়া ছবি
ভারতীয়দের মধ্যে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ক্রেজ অনেকদিন আগে থাকতেই। ফ্যানেরা মোটামুটি তাদের প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন। তারকা ও তাদের পরিবারের সদস্যদের কাহিনী নজর এড়িয়ে যায় না নেট…

আরও পড়ুন