Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উৎসবের আনন্দে মাতোয়ারা শহরকে, ক্যামেরাবন্দি করলেন মমতা!

বিনোদ পালঃ হাতে গোনা মাত্র কয়েকদিন,তারপরেই অবসান ঘটবে সারা বাঙালীর অপেক্ষার। তবে ইতিমধ্যেই গোটা বাংলার মানুষ মেতে উঠেছেন উৎসবের মেজাজে। আর এ থেকে বাদ পড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রীও। দশভুজার আগমন বলে…

Avatar

বিনোদ পালঃ হাতে গোনা মাত্র কয়েকদিন,তারপরেই অবসান ঘটবে সারা বাঙালীর অপেক্ষার। তবে ইতিমধ্যেই গোটা বাংলার মানুষ মেতে উঠেছেন উৎসবের মেজাজে। আর এ থেকে বাদ পড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রীও। দশভুজার আগমন বলে কথা তাই, মহালয়ার অপেক্ষা না করে এখন থেকে শুরু করে দিয়েছেন দুর্গাপূজার উদ্বোধন।

তাঁকে দেখা গেছে কখনো বা রং তুলি নিয়ে,কখনো বা পুষ্পার্ঘ নিয়ে আবার কখনো বা ক্যামেরা নিয়ে।আর সেই ক্যামেরা থেকেই, পুজোর আমেজে মেতে ওঠা শহরকে বন্দী করলেন শুধুমাত্র ক্যামরাবন্দীই নয় তা টুইটার এ টুইট ও করলেন তিনি। তবে এটাই প্রথম নয় এর আগেও তাঁকে ক্যামেরা হাত এ দেখা গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়। ক্যামেরার একটা ছোট্ট ক্লিকে কখনো তুলে রেখেছেন দার্জিলিঙের দৃশ্য, কখনো বা কালিম্পঙের দৃশ্য আবার কখনো বা গ্রামগঞ্জের দৃশ্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

About Author