অভিনেত্রীর সাম্প্রতিক ভাইরাল হওয়া লুকে অভিনেত্রীকে একটি ব্লু রিপড্ ডেনিম ও জিন্সের সাথে একটু অগোছালোভাবে দেখা গিয়েছে। এদিন খোলা চুলে, নুড মেকাপে ব্রা ছাড়াই শার্টের বোতাম খুলে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি। গলায় ছিল হালকা পেনডেন্টও। এদিন হালকা আই মেকাপও নিয়েছিলেন তিনি। কখনো দেওয়ালের পিছনে নিজেকে কিছুটা লুকিয়ে, আবার কখনো কাঠের সিঁড়িতে বসে কিংবা কাঠের সিঁড়ির হাতলে হেলান দিয়ে বেশকিছু অ্যাসথেটিক ছবি তুলতে দেখা গিয়েছে আশা নেগীকে।নিঃসন্দেহে বলা চলে, অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। পাশাপাশি তাপমাত্রা বাড়িয়েছে ভক্তদের মাঝেও। এই মুহূর্তে অভিনেত্রীর প্রয়োজনের থেকে অতিরিক্ত এই বোল্ড লুক নেটনাগরিকদের পাশাপাশি তার অনুরাগীদের মন ও নজর দুই কেড়েছে।
Asha Negi: শার্টের বোতাম খুলে এমন ছবি শেয়ার করলেন টিভি অভিনেত্রী, বোল্ড লুক পারদ চড়ালেন
আশা নেগী টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ। তিনি দর্শকমহলেও বেশ পরিচিত অভিনেত্রী হিসেবে। 'পবিত্র রিস্তা'র অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। এই ধারাবাহিকে পূর্বী দেশমুখের চরিত্রে অভিনয় করতেন তিনি। বলাই বাহুল্য, এই…

আরও পড়ুন