Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

White Hair: এইভাবে চুলে চা পাতা লাগান, মানুষ সোনম কাপুরের চুলের সাথে তুলনা করবে

প্রতিটি মানুষের কাছেই তার চুল ভীষণ প্রিয়। যেকোনো ধরনের সাজের সাথেই সকলেই চান নতুন করে নিজেদের চুলকেও সাজাতে। তবে বিভিন্ন সময় চুলে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, যার…

Avatar

প্রতিটি মানুষের কাছেই তার চুল ভীষণ প্রিয়। যেকোনো ধরনের সাজের সাথেই সকলেই চান নতুন করে নিজেদের চুলকেও সাজাতে। তবে বিভিন্ন সময় চুলে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, যার ফলস্বরপ অনেকসময় অকালে চুল পড়ে যায় কিংবা চুল সাদা হয়ে যেতে থাকে। বলাই বাহুল্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের সমস্যা বেশিরভাগকেই সহ্য করতে হয়। তবে ঘরোয়া টোটকাতেই রয়েছে এর সমাধান। সঠিক সময়ে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারলেই মিটবে সমস্যা। জানুন বিস্তারিত।

প্রতিদিন চুলকে সুস্থ রাখার জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়ে থাকে, সেগুলির প্রভাবেই অনেকসময় অকালে চুল পড়ে যাওয়া কিংবা অসময়ে সাদা চুলের সমস্যা দেখা পারে। চা, জল ও কফিই অকালে পেকে যাওয়া চুলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। রইল উপায়-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) প্রথমে একটি পাত্রে পরিমাণমতো জল নিয়ে তাতে চা পাতা দিতে হবে ৪ থেকে ৫ চা চামচ।

২) এরপর গ্যাসে এটি ভালো করে ফুটিয়ে নিতে হবে।

৩) রঙ আরো গাঢ় করার জন্য পরিমাণমতো কফিও মিশিয়ে নেওয়া যেতে পারে চায়ের সাথে।

৪) গ্যাসে ঐ মিশ্রণ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল না থাকে।

৫) এরপর ঐ মিশ্রণ ভালো করে চুলে লাগিয়ে রাখতে হবে। এটি লাগানোর পর যতক্ষণ না চুল শুকাবে ততক্ষন চুল ধোয়া যাবে না।

৬) চুল শুকিয়ে গেলে মাথা জল দিয়ে ধুয়ে নিলেও সাথে সাথে শ্যাম্পু না করাই ভালো। কারণ তখনই শ্যাম্পু করে নিলে চুলের রঙ হালকা হয়ে যেতে পারে।

About Author