তবে সম্প্রতি অভিনেত্রী নিজের সাম্প্রতিক ফটোশুটের সূত্র ধরেই চর্চায় আলোয় রয়েছেন। শাড়ি লুকেই এই মুহুর্তে একটি ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। আঁচল উড়িয়েই হাসিমুখে পোজ দিয়েছেন ক্যামেরার সামনের। সাদা, লাল ও ছাই রঙের একটি শিফন শাড়িতেই দেখা মিলেছে তার। সাথে পরেছিলেন স্লিভলেস রিভিলিং ব্লাউজও। খোলা চুলে, হালকা মেকাপে মোহময়ী রূপেই এদিন দেখা দিয়েছিলেন তিনি। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক ফটোশুটের এই ঝলক অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। এই ভিডিওর মাধ্যমেই অভিনেত্রী নিজের ফটোশুটের ক্যামেরার পিছনের দৃশ্য তুলে ধরেছেন সকলের সামনে। আর ক্যামেরার পিছনের সেই ঝলকই আপাতত অভিনেত্রীকে নেটজনতার পাশাপাশি তার অগণিত অনুরাগীদের মাঝে পুনরায় চর্চার আলোয় তুলে এনেছে। মুগ্ধও করেছে একাংশকে। তার ঝলক রয়েছে নেটদুনিয়াতেই। উল্লেখ্য, বর্তমানে মাঝে মধ্যেই অভিনেত্রীকে বিভিন্ন রিয়্যালিটি শোয়ের মঞ্চে দেখা যায় অতিথি হিসাবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ঝলকও নজরে আসে সকলের।
Bhagyashree: আঁচল উড়িয়ে এমন কাজ করলেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’র অভিনেত্রী ভাগ্যশ্রী, ধরা পড়ল ক্যামেরায়
৮০'র দশকের শেষের দিকে বড়পর্দায় মুক্তি পেয়েছিল সুরজ বরজাতিয়া পরিচালিত 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবিটি। বলাই বাহুল্য ছবিটি সেইসময় নিঃসন্দেহে বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। ছবিটি সালমান খানের সেইসময়ের দ্বিতীয় ব্লকবাস্টার হিট ছিল।…

আরও পড়ুন