এই বিয়ের মরশুমে ওয়েডিং লুকে সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার নিক্কি তাম্বোলির। আপাতত নিজের সেই লুকের সূত্র ধরেই তুমুল চর্চায় রয়েছেন তিনি। অভিনেত্রীর সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে হালকা সবুজ রঙের একটি ডিজাইনার ওয়েডিং লেহেঙ্গায় দেখা মিলেছে তার। নিঃসন্দেহে এই লেহেঙ্গায় বেশ মানিয়েছিল তাকে। এই পোশাকে গ্লসি মানানসই মেকাপ নিয়েছিলেন অভিনেত্রী। কানে পরেছিলেন জমকালো ভারী দুলও। হালকা লিপস্টিকে আঙুলে ছিল মানানসই আংটিও। একটি সাজানো গোছানো গাডেনেই নিজের এই সাম্প্রতিক ফটোশুট করেছেন তিনি, যা সত্যিই ছবিগুলিকে এক অন্যমাত্রা দিয়েছে। সেকথা অবশ্য ছবিতে চোখ রাখলেই বোঝা যাবে। উল্লেখ্য, এই বোল্ড ওয়েডিং ফটোশুটটি নিক্কি তম্বোলি ‘ওয়েডিং অ্যাফেয়ার’এর হয়ে করেছিলেন, তার ঝলক অবশ্য ছবিতে নজর রাখলেই মিলবে।
Nikki Tamboli: বিয়ের সাজে নিক্কি, সাহসী চেহারা দেখিয়ে পাগল করলেন পুরুষ ভক্তদের
নিক্কি তাম্বোলি হিন্দি টেলিভিশন জগতের পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত একজন অভিনেত্রী। ২০১৭ সাল থেকে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। মডেলিং দিয়ে শুরু করলেও পরে অভিনয় জগতে অভিনেত্রী…

আরও পড়ুন