Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শেষ হল KBC 14 এর শুটিং, ফিরে আসার আশা রেখে আবেগঘন টুইট করলেন অমিতাভ বচ্চন

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা…

Avatar

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি জগতের অমিতাভ বচ্চন হলেন একজন ব্র্যান্ড। তিনি এই যুগের ডন, তাঁকে ধরা ছোঁয়া ‘মুশকিল হ্যায় নেহি, না মুমকিন হ্যায়’।

দিনের পর দিন বলিউডে একাধিক উজ্জ্বল তারকা এলেও একটুও ফিকে হয়ে যায়নি বিগ বি এর কারিশমা। তিনি বর্তমানে কাজ করছিলেন কৌন বানেগা ক্রোড়পতি রিয়েলিটি শো এর ১৪ তম সিরিজে। এই রিয়েলিটি শোতে অমিতাভ বচ্চনের ভারি গলায় প্রশ্ন বলার ধরনের ফ্যান গোটা দেশবাসী। এই রিয়েলিটি শো এবং অমিতাভ বচ্চন একে অপরের পরিপূরক বটে। তবে চলতি ১৪ তম সিজনের শুটিং শেষ হয়ে গিয়েছে আজ। আর বিদায়ের আগের মুহূর্তে বেশ কিছু ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন অমিতাভ বচ্চন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুটিংয়ের শেষ দিনে অমিতাভ বচ্চন টুইট করে বার্তা দিয়েছেন, “T 4497 ​​- একজনকে বিদায় এবং আবার ফিরে আসার আশা। T 4496 – আরেকটি দিন আরেকটি চ্যালেঞ্জ .. ট্রেডমিলের মতই জীবন চলতে থাকে ..”। এছাড়াও তিনি আশাবাদী হয়ে বার্তা দিয়েছেন যে এবারের মতো শেষ হলে আগামী বছর আবার ফিরবে কেবিসি সম্পূর্ণ নতুন রূপে এবং নতুন আঙ্গিকে।

About Author