Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Honda পরিবর্তন করেছে নিজেদের ইলেকট্রিক ইকোসিস্টেম, এবারে পাবেন ২০০ কিমি রেঞ্জ এক চার্জেই

Honda তার বৈদ্যুতিক বাইকে নিয়ে এসেছে একাধিক পরিবর্তন। এই নতুন বৈদ্যুতিক বাইকে আপনারা পেতে চলেছেন, ২০০ কিলোমিটারের রেঞ্জ। শীঘ্রই একেবারে একটি আধুনিক স্পোর্টি লুকে রাস্তায় দেখা যাবে Honda বৈদ্যুতিক মোটরসাইকেলকে।…

Avatar

Honda তার বৈদ্যুতিক বাইকে নিয়ে এসেছে একাধিক পরিবর্তন। এই নতুন বৈদ্যুতিক বাইকে আপনারা পেতে চলেছেন, ২০০ কিলোমিটারের রেঞ্জ। শীঘ্রই একেবারে একটি আধুনিক স্পোর্টি লুকে রাস্তায় দেখা যাবে Honda বৈদ্যুতিক মোটরসাইকেলকে। সম্প্রতি এই নতুন সেগমেন্টে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। নতুন বছরেই এই নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ নিয়ে একটি টিজারও প্রকাশ করেছে Honda। এই টিজারে কোম্পানিটি তাদের নয়া ইলেকট্রিক মোটরসাইকেলের ছবি প্রকাশ করে দিয়েছে। এই ছবিতে একটি স্পোর্টি মোটরসাইকেল দেখা যাচ্ছে, যার ইঞ্জিন এরিয়া সম্পূর্ণভাবে প্যাকড। অর্থাৎ এখানে ব্যাটারি বা মোটরের সেটআপ দেখা যাবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই ইলেকট্রিক বাইকটি ২ জানুয়ারী সর্বসমক্ষে পেশ করতে পারে।

২০০ কিমির শক্তিশালী রেঞ্জ সহ কোম্পানিটি ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে ব্যাপকভাবে প্রবেশ করার পরিকল্পনা করছে। জানিয়ে রাখি, মার্কিন বাজারের জন্য যে মোটরসাইকেলের পরিকল্পনা করা হচ্ছে, তাতে আপনারা পাবেন একেবারে অত্যাধুনিক ডিজাইন। এটি হবে একটি মিড পারফরমেন্স মোটরসাইকেল। তবে এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বাইকের বিস্তারিত বিষয়ে কোনো তথ্যপ্রকাশ করা হয়নি। এই বাইকে থাকবে একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর এবং এই বাইকে প্রায় ২০০ কিলোমিটার রাইডিং রেঞ্জ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কোম্পানি গত মাসে EICMA ২০২২-এ একটি নতুন বৈদ্যুতিক স্কুটার EM1 e চালু করেছে। ইউরোপীয় বাজারের জন্য এটি কোম্পানির প্রথম বৈদ্যুতিক টু-হুইলার হতে চলেছে। Honda EM1 e ইলেকট্রিক স্কুটার ২০২৩ সালের মার্চ নাগাদ লঞ্চ করা হবে। হন্ডা ২০২৫ সালের মধ্যেই বিশ্বব্যাপী বেশ কয়েকটি বৈদ্যুতিক মোটরসাইকেল মডেল চালু করার পরিকল্পনা করেছে। এই কোম্পানিটি ২০৪০ এর মধ্যেই সম্পূর্ণ মোটরসাইকেল লাইন আপের জন্য প্রস্তুতি নিচ্ছে। Honda-এর কার্বন নিরপেক্ষতার বিবৃত লক্ষ্য পূরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে এটি। তবে, ভারতে নয় বরং স্কুটারটি প্রথম ইউরোপে লঞ্চ হবে।

তবে Honda EM1 e ইলেকট্রিক স্কুটারটি হোন্ডার নতুন ইলেকট্রিক মোটরসাইকেলের থেকে অনেকটাই আলাদা। এই বৈদ্যুতিক স্কুটারটি দেখতে বেশ ফিউচারিস্টিক। এই বাইকের টার্ন ইন্ডিকেটরগুলি হ্যান্ডেলবারে স্থাপন করা হয়েছে। এটির LED হেডল্যাম্প ইউনিটটি সামনের দিকে স্থাপন করা হয়েছিল। পিছনের ফুটপেগগুলি শরীরের কাজের সাথে সুন্দরভাবে একত্রিত এবং এই স্কুটারের গ্র্যাব রেলটিও একই সাথে বেশ কার্যকরী। স্কুটারটি শহরের চারপাশে অল্প দূরত্বের জন্যই ডিজাইন করা হয়েছে। এই মোটরসাইকেলে আপনি খুব একটা বেশি দূর কিন্তু যেতে পারবেন না। এক চার্জে এর রেঞ্জ মাত্র ৪০ কিমি। এটিতে একটি অদলবদলযোগ্য ব্যাটারি রয়েছে যা বাড়িতে চার্জ করার জন্য সহজেই স্কুটার থেকে সরানো যেতে পারে। তবে, যদি আপনি কিছুদিন অপেক্ষা করতে পারেন, তাহলে আপনি Honda র নতুন ইলেকট্রিক মোটরসাইকেলটি কিনতে পারেন। তাহলে কিন্তু আপনি বেশ কিছু জায়গায় পাবেন সুবিধা। সঙ্গেই থাকবে ব্যাপক রেঞ্জ ও ব্যাপক অত্যাধুনিক স্পেসিফিকেশন।

About Author