Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

8 Seater Car: বড় পরিবারের জন্য দুর্দান্ত ৮ সিটার গাড়ি, দাম শুরু সাধ্যের মধ্যেই

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা…

Avatar

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। তবে অনেকের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকার জন্য তারা হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি খুব একটা পছন্দ করেন না। তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হয় ৮ সিটার গাড়ি। আর ভারতের বাজারে খুব সস্তায় যেই কোম্পানি ৮ সিটার গাড়ি এনেছে সে হলো দেশীয় ব্র্যান্ড মাহিন্দ্রা। আরও কয়েকটি কোম্পানির গাড়ি জনপ্রিয়তা পাচ্ছে এই সেগমেন্টে।

মাহিন্দ্রা মারাজো:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৮ সিটার এসইউভি সেগমেন্টে সবচেয়ে কম দামে গাড়ি এনেছে মাহিন্দ্রা কোম্পানি। এই গাড়ির নাম মাহিন্দ্রা মারাজো। এর বেস ভ্যারিয়েন্ট M2 এর দাম মাত্র ১৩.৪১ লাখ টাকা। এই গাড়িতে ১.৫-লিটার ডিজেল ইঞ্জিন আছে যা ১২২ ps পাওয়ার ও ৩০০ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িতে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে।

টয়োটা ইনোভা ক্রিস্টা:

MPV গাড়ির তালিকায় সবচেয়ে জনপ্রিয় নাম ইনোভা ক্রিস্টা। এটি বছরের পর বছর ধরে গ্রাহকদের হৃদয়ে রাজত্ব করে আসছে। এই গাড়ির দাম ১৮.০৯ লক্ষ টাকা থেকে শুরু হয়৷ এই গাড়িতে ২.৭ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ১৬৬ PS পাওয়ার এবং ২৪৫ Nm টর্ক উৎপন্ন করতে পারে।

লেক্সাস এলএক্স:

এই তালিকার সবচেয়ে দামি গাড়ি হল লেক্সাস এলএক্স। এর দাম প্রায় ২ কোটি টাকার বেশি। এই গাড়িতে খুব শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এতে ৫৬৬৩ সিসির একটি ইঞ্জিন রয়েছে যা ৩৬২ Bhp পাওয়ার এবং ৫৩০ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িটি ৭.৭ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ তুলতে পারে।

About Author