দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন নানা রকমের ভিডিও ভাইরাল হতে দেখি। পশু পাখিদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই একটু বেশি ভাইরাল হয়ে থাকে। সকলেই তাদের নানা রকম আচরণ দেখতে বেশ পছন্দ করে থাকেন। সম্প্রতি একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে ঢুকে পড়েছে একটি ষাঁড়। শুধুমাত্র উপস্থিত হয়েছে বললে ভুল হবে, বরং শিং উচিয়ে সেখানে উপস্থিত মানুষজনের দিকে তেড়ে যাচ্ছে ওই প্রাণীটি। এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়াতে সকলেই অবাক হয়েছেন।
সংশ্লিষ্ট ভিডিয়োটির প্রথমেই বিয়ে বাড়িতে ওই ষাঁড়টিকে বেশ উত্তেজিত অবস্থায় ঢুকে আসতে দেখা যায়। বিবাহ বাসরের যেখানে সুস্বাদু খাবার এবং পানীয়র স্টল ছিল সেখানেই ঘুরছিল ওই ষাঁড়টি। যার ফলে অতিথিদের মধ্যে বেশ উত্তেজনা দেখা যায়। বিয়ে বাড়ির লোকজনকেও ভয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে যেতে দেখা যায়। এমনকী এক ব্যক্তি বাঁধা দিতে গেলে ষাড়ঁটি রীতিমতো সিং দিয়ে গুঁতোতেও আসে। কোনও ক্রমে মাটিতে পড়ে গিয়ে নিজেকে ষাড়ের হাত থেকে বাঁচান ওই ব্যক্তি। এরপর ধীরে ধীরে ষাঁড়টিকে একটি কাচে ঘেরা স্টলের দিকে যেতে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেন সকলে
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি নরেন্দ্র সিং নামের একজন টুইটার ব্যবহারকারীর প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার করা হয়। এই ভিডিওতে আমরা ওই প্রাণীর একেবারে ভয়ঙ্কর রূপ দেখতে পেয়েছি। হয়তো খাবারের জন্যই ওই ষাঁড়টি এরকম ভাবে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে ঢুকে পড়েছিল। এমনিতে হয়তো সেখানে উপস্থিত কাউকে ক্ষতি করার লক্ষ্যমাত্রা নিয়ে সেখানে পৌঁছায়নি ষাঁড়টি। তবে যাই হোক না কেন, ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে মানুষজনের আকর্ষণ টানতে সক্ষম হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ভয়ংকর ভিডিওটি।
बिन बुलाए बाराती…#bull #wedding #TrendingNow #Trending #viral pic.twitter.com/4LPMo6OhCt
— Narendra Singh (@NarendraNeer007) December 8, 2022