পুলিশের ভূমিকায় অসন্তোষপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশমন্ত্রী হয়ে পুলিশের উপরই ক্ষোভ ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্রশাসনিক সভায় পুলিশের ভূমিকায় প্রশ্নচিহ্ন লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই ব্যবস্থা, কিন্তু উল্টো ছবি বিরোধীদের ক্ষেত্রে।’
তিনি পুলিশকে উদ্দেশ্য করে আরও বলেন, “একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের ছেলেদের বিরুদ্ধে কেউ এফআইআর করলে, তাঁদের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে চলে যায়, ব্যবস্থা নেওয়া হয়। অথচ, অন্য দলের ছেলেরা যখন জোরজুলুম করছে, বদমাইশি করছে, যা ইচ্ছে তাই করছে, তখন তারা কিন্তু কোনো কেয়ারও করেনা, বলে ব্যালান্স করছি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপুলিশের কাজ কিন্তু এটা করা নয়। তৃণমূল খুব সহজ-সুলভ হয়ে গেছে মনে হচ্ছে। “তিনি আরও বলেন , “তৃণমূল কংগ্রেসটাকে আপনি ধরতে পারেন, ছুঁতে পারেন, গালিগালা করতে পারেন। কারণ আপনার হাতের পাশে আছে। কিন্তু প্রশাসনকে ডিস্টার্ব করবেন না কারণ প্রশাসনটা তাদের। তাই বলে ঘরের ছেলেকেও মাথায় রাখতে হয়, মনে রাখতে হয়।”