Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Virat Kohli: মাঠেই ভাংড়া নাচ বিরাট কোহলির, মুহূর্তেই ভিডিও ভাইরাল ইন্টারনেটে

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বর্তমানে ভারতীয় দল বাংলাদেশ সফরে ব্যস্ত রয়েছে। এই সফরে ওডিআই সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজ খেলবে ভারত। যদিও ওডিআই সিরিজে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে ভরাডুবি হয়েছে টিম ইন্ডিয়ার,…

Avatar

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বর্তমানে ভারতীয় দল বাংলাদেশ সফরে ব্যস্ত রয়েছে। এই সফরে ওডিআই সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজ খেলবে ভারত। যদিও ওডিআই সিরিজে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে ভরাডুবি হয়েছে টিম ইন্ডিয়ার, তবুও নিয়ম রক্ষার ম্যাচে অর্থাৎ সিরিজের শেষ ম্যাচে ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান ওডিআই ক্রিকেটের একাধিক রেকর্ড ভেঙেছেন বিধ্বংসী ব্যাটিং করে। আজ চট্টগ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। আর সেই ম্যাচেই শচীন টেন্ডুলকার,বীরেন্দ্র শেওয়াগ সহ রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন ঈশান কিষান।

এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। বিগত দুটি ম্যাচে পরাজয়ের গ্লানি মুছে ফেলতে এদিন মরিয়া হয়ে ওঠে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান ফের ব্যর্থ হলে বিরাট কোহলির সাথে জুটি বাঁধেন ঈশান কিষান। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা ঈশান কিষান আজ নিয়ম রক্ষার ম্যাচে ডাক পেয়েছিলেন ভারতীয় একাদশে। আর ওডিআই ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ম্যাচে ভেঙেছেন ভারতীয় ক্রিকেটের সমস্ত রেকর্ড।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Virat Kohli: মাঠেই ভাংড়া নাচ বিরাট কোহলির, মুহূর্তেই ভিডিও ভাইরাল ইন্টারনেটে

এদিন বিরাট কোহলির সাথে জুটি বেঁধে ঈশান কিষাণ ২১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ব্যক্তিগত ২১০ রানের পাশাপাশি তিনি বিরাট কোহলির সঙ্গে ২৯০ রানের বিশাল পার্টনারশিপ তৈরি করেন। আজকের ম্যাচে ওডিআই ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ইনিংসে দ্বিশতরনের ইনিংস খেলার রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ঈশান কিষাণ।

শুধুমাত্র তাই নয়, ওডিআই ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ স্টাইক রেটে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান এখন তিনি। ৮৫ বলে শত রান করা ঈশান কিষান ১২৬ বলেই করেছেন ডাবল সেঞ্চুরি। বাঁ-হাতি এই ব্যাটসম্যান মাত্র ১৩১ বলে খেলেছেন ২১০ রানের ধ্বংসাত্মক ইনিংস। তিনি ২৪টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারির সাহায্যে খেলেন তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি সম্পূর্ণ করেন। এদিকে ক্রিজে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এমন কাজ করেছেন যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ঈশান কিষানের সম্মানে মাঠের মধ্যেই ভাংড়া নাচ শুরু করেন তিনি। এদিকে ঈশান কিশানের পাশাপাশি বিরাট কোহলিও আজ নিজের ক্যারিয়ারের ৭২ তম আন্তর্জাতিক শত রানের ইনিংস খেলেছেন।

About Author