আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা। এই দুটি জিনিস ছাড়া প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব। তাছাড়া বর্তমানে লকডাউনে গৃহবন্দি অবস্থায় মানুষ বেশি করে অনলাইন ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মুহুর্মুহু পোস্ট হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইটে। এখনকার দিনের ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় তারকার এই শর্ট ভিডিওর দিওয়ানা হয়ে গেছে।
এই সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন বিয়েবাড়ির ভিডিও। বিয়েবাড়িতে বর বউয়ের রোমান্টিক দৃশ্য হোক কি আত্মীয় স্বজনের হাস্যকর কার্যকলাপ মুঠোফোনে বন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে অনেকেই। সেইসব ভিডিও ভাইরালও হয় প্রচুর। বর্তমানে চলছে বিয়ে বাড়ির সিজন। তাই সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন বিয়েবাড়ির খুনসুটি বা হাসি হুল্লোরের ভিডিও চোখের সামনে চলে আসছে। সম্প্রতি বিয়েবাড়ির একটি ভিডিও ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিয়েবাড়ির নতুন ভাইরাল ভিডিওতে এমন কিছু দেখা গেছে যা দেখে রীতিমতো সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নবববিবাহিত বর-কনে তাঁদের বিয়ের মঞ্চেই একটি অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিয়েছেন৷ ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করে একে অপরের প্রতি প্রেম জাহির করেছেন তাঁরা৷ তবে চুম্বনের পর মুহুর্তেই দেখা গিয়েছে তাদের মুখ থেকে বেরোচ্ছে ধোঁয়া। আসলে তাঁরা এক মুখ থেকে আরেক মুখে ছড়িয়ে দিচ্ছেন হুক্কার ধোঁয়া৷ স্বাভাবিকভাবেই এই ভিডিও ভাইরাল হতে তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।