নিউজদেশ

Indian Railway: ট্রেনের বগিতে লেখা থাকে ৫ অংকের বিশেষ কোড, জানেন এর অর্থ কি?

৫ ডিজিটের নম্বরটি বগিটি কখন তৈরি হয়েছিল বা কীভাবে এটি তৈরি হয়েছিল সেই তথ্য দেয়

Advertisement
Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। ভারতীয় রেলওয়ে আপনি ব্যবহার করে থাকলে নিশ্চয়ই খেয়াল করেছেন যে ট্রেনের বগিতে বিভিন্ন ধরনের সংখ্যা লেখা থাকে। আজকে সেই নিয়েই একটি প্রতিবেদন।

Advertisement
Advertisement

আপনি যদি প্রায় ট্রেন যাত্রা করেন তাহলে নিশ্চয় খেয়াল করেছেন এক্সপ্রেস ট্রেনের বগিতে লেখা থাকে ৫ অংকের এই সংখ্যা। আপনাদের বলি যে ট্রেনের বগিতে লেখা এই নম্বরটি খুবই বিশেষ, কিন্তু ট্রেনে কেন এই নম্বরটি লেখা হয় জানেন? এই সংখ্যা লেখার পেছনে বিশেষ কারণ কী? যদি না জেনে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। সবিস্তারে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

প্রতিটি বগির বাইরে লেখা ৫ ডিজিটের নম্বরটি সেই বগিটি কখন তৈরি হয়েছিল এবং কীভাবে এটি তৈরি হয়েছিল সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়। ট্রেনের বগির ৫ ডিজিটের প্রথম ২ ডিজিটের নম্বরটি বলে দেয় যে ট্রেনের এই বগিটি কখন তৈরি করা হয়েছিল এবং শেষ ৩ টি এই বগিটির বিভাগ সম্পর্কে তথ্য দেয়। যেমন ধরুন কোনো বগির গায়ে লেখা আছে, 13328 নম্বরটি। এর অর্থ প্রথম দুটি শব্দ হল কবে এই বগি তৈরি হয়েছে। 13 অক্ষরটি অর্থ হল এই ট্রেনের বগি ২০১৩ সালে তৈরি হয়েছিল। এবার যদি কোনো ট্রেনে 99328 নম্বর থাকে, তাহলে ওই বগি ১৯৯৯ সালে তৈরি হয়েছিল।

Advertisement
Advertisement

এবার আসা যাক বাকি ৩ টি শব্দ সমন্ধে। এটি বগির ক্যাটাগরি সম্পর্কে বলে। প্রথম ক্ষেত্রে 13328 এর অর্থ এই বগিটি স্লিপার ক্লাসের। এই ব্যাপার বুঝতে দেখে নিতে হবে একটি চার্ট।

  • 001-025 – AC প্রথম শ্রেণী
  • 026-050 – কম্পোজিট 1AC + AC-2T
  • 051-100 – AC-2T
  • 101-150 – AC-3T
  • 151-200 – CC (AC চেয়ার কার)
  • 201-400 – SL (২য় শ্রেণীর স্লিপার )
  • 401-600 – GS (সাধারণ ২য় শ্রেণী)
  • 601-700 – 2S (2য় শ্রেণী সিটিং/জন শতাব্দী চেয়ার ক্লাস)
  • 701-800 – সিটিং কাম লাগেজ রেক
  • 801 + – প্যান্ট্রি কার, জেনারেটর বা মেইল
Advertisement

Related Articles

Back to top button