কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষনা করায় সমস্যা বেড়েছে পাকিস্তান সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর। এরপর থেকেই লাগাতার হামলার হুমকি দিয়ে আসছে পাক মদত পুষ্ট জঙ্গি সংগঠনগুলো। তবে শুধু কাশ্মীর বা ভারতের অন্য কোন শহরেই নয় এবার আরও বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। সম্প্রতি সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর হামলার ছক কষছে পাক মদত পুষ্ট জঙ্গিরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মেরে ফেলায় তাদের লক্ষ্য। এই উদ্দেশ্যে গঠন করা হয়েছে একটি বিশেষ স্কোয়াড। স্কোয়াডের সদস্যদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের কাজে সহায়তা করছে পাক মদত পুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ ই মহম্মদ। আর এই পুরো প্রক্রিয়ার মাস্টারমাইন্ড হল আইএসআই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের তত্ত্বাবধানে মোদীর ওপর হামলা চালানোর জন্যই এই বিশেষ স্কোয়াড কাজ করছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ছাড়াও জঙ্গিদের হিট লিস্টে রয়েছেন বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী সেই তালিকায় ওপরের দিকে রয়েছেন বলেই সূত্রের খবর।