Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আবারও বাজার কাঁপাতে আসছে Yamaha RX100, থাকবে নতুন ইঞ্জিন ও ডিজাইন

আপনি যদি ভারতের সবচেয়ে সস্তা ও ভালো মোটরসাইকেল সম্পর্কে কথা বলেন, তাহলে এটা হতে পারে না যে, Yamaha RX100 এই তালিকায় নেই। ইয়ামাহা আরএক্স১০০ এমন একটি বাইক যা ভারতের একটা…

Avatar

আপনি যদি ভারতের সবচেয়ে সস্তা ও ভালো মোটরসাইকেল সম্পর্কে কথা বলেন, তাহলে এটা হতে পারে না যে, Yamaha RX100 এই তালিকায় নেই। ইয়ামাহা আরএক্স১০০ এমন একটি বাইক যা ভারতের একটা বড়ো সংখ্যক মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। এই বাইকটি বাচ্চা থেকে বুড়ো সকলের মনের একটা জায়গায় স্থান করে নিয়েছে এতদিনে। Yamaha RX100 একটা দীর্ঘ সময় পর্যন্ত ছিল ভারতের সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বেশি বিক্রি হওয়া বাইক। কয়েক বছর যাবৎ এই বাইকের বিক্রি কিছুটা কমলেও, সম্প্রতি আবারও ইয়ামাহা কোম্পানিটি এই বাইকের রি-লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Yamaha RX100 বাইকটি ছিল ৯০ এর দশকের সবথেকে জনপ্রিয় বাইকের মধ্যে একটি। এর উৎপাদন ১৯৮৫ সালে শুরু হয় এবং ১৯৯৬ সালে বন্ধ হয়ে যায়। কিন্তু, এখন হয়তো কোম্পানি এটি আবার চালু করতে পারে। বিজনেস লাইনসকে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে, ইয়ামাহা ইন্ডিয়ার প্রেসিডেন্ট ইশিন চিহানা বলেছেন, ইয়ামাহা এখনও পর্যন্ত তার কোনও পণ্যে RX100 নাম ব্যবহার করেনি। ভবিষ্যতে কোম্পানির এই নাম আবারো ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তার বিবৃতি ইঙ্গিত করে যে, Yamaha আবারো RX100 ফিরিয়ে আনতে পারে। তবে, পুরানো Yamaha RX100 ফিরিয়ে আনা হবে না কখনোই। এই বাইকে একটি টু-স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হতো। আজকের দিকে ভারতে ৬ স্ট্রোক ইঞ্জিন বাধ্যতামূলক। তবে, যদি ইঞ্জিন পরিবর্তন করা যায় তাহলে RX100 আবারো বাজারে আসতে পারে। পাশাপশি, যদি বাজারে এই বাইক আসে, তাহলে এই বাইকের ডিজাইনও পরিবর্তিত হবে।

About Author