একটি হ্রদে সাঁতার কাটা একজন মানুষকে আক্রমণ করার একটি নাটকীয় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে৷ ভিডিওটি মূলত ২০২১ সালে দ্য সান ইউটিউবে শেয়ার করেছিল এবং ৫২ মিলিয়নেরও বেশি ভিউ সহ ভাইরাল হয়েছিল। হৃদয় বিদারক এই ভিডিওটি আবারও ইন্টারনেটে জনপ্রিয় হয়ে উঠেছে। আজ সেই ভিডিওটি নিয়েই হবে কথা।
ক্লিপটিতে দেখা যাচ্ছে, একজন লোক ব্রাজিলের একটি হ্রদে সাঁতার কাটছে। এবং সেই সময়ে একটি কুমির কোথাও থেকে বেরিয়ে আসে এবং তাকে প্রচণ্ড গতিতে তাড়া করতে শুরু করে। লোকটি যত দ্রুত সম্ভব সাঁতার কেটে পাড়ের দিকে যায় কিন্তু ততক্ষণে কুমিরটি তার হাত কামড়ে দিয়েছে। এরপর কুমিরটি তাকে আক্রমণ করার জন্য জলের নিচে পর্যন্ত চলে যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকুমিরটি প্রচন্ড গতিতে তাকে আক্রমণ করার জন্য তেড়ে আসতে থাকে। কিন্তু যেকোনোভাবে হোক ওই কুমিরটির হাত থেকে বেঁচে লোকটি তীরে চলে আস্তে সক্ষম হয়। কিন্তু সেই কুমিরের আক্রমণে তার হাত একেবারে ছড়ে যায় এবং সেখান থেকে রক্তপাত হতে থাকে। তবে সৌভাগ্য যে লোকটি বেচেঁ যান। ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।