নতুন বছরের শুরুতে রাজ্য সরকারি কর্মচারীরা কি পাবেন অতিরিক্ত মহার্ঘ ভাতা? এই প্রশ্ন নিয়ে সরগরম এখন রাজ্য রাজনীতি। আসলে সরকারি কর্মচারীদের সাথে ডিএ নিয়ে আইনি লড়াইয়ে বারংবার হাইকোর্টের সামনে মাথা নিচু হচ্ছে নবান্নর। এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একেবারেই নস্যাৎ করে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে।
আসলে কেন্দ্রীয় সরকার বছরে দুইবার করে অর্থাৎ জানুয়ারি এবং জুলাই মাসে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সেই নিয়মকে দীর্ঘদিন ধরেই না পাত্তা দিয়ে এগিয়ে চলছে। গত বছর ১ জানুয়ারি ষষ্ঠ বেতন কমিশনের তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। তারপর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের আর মহার্ঘ ভাতা বৃদ্ধি পায়নি। নতুন বছরের শুরুতে আরো তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযদি নতুন বছরের শুরুতে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি পায় তাহলে নতুন বছরের শুরু থেকে কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ হবে ৬ শতাংশ। কিন্তু তাতেও কেন্দ্র সরকারি কর্মচারীদের থেকে অনেকটাই ফারাক থাকবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় মোট ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। তবে এই বিষয় নিয়ে সরকারিভাবে কোনো নোটিশ দেওয়া হয়নি। শুধুমাত্র কয়েকদিন আগে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, “ডিএ অবহেলা করা হচ্ছে, এমনটা নয়।”