এবার বিবর্তনের সেই নিয়ম মেনে আরও একটি নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক জানানো হয়েছে যে, নতুন এই নিয়মটি ‘ইম্প্যাক্ট ক্রিকেটার’ হিসেবে পরিচিতি লাভ করবে। বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, একজন ক্রিকেটারের বদলি হিসেবে যখন অন্য কোন ক্রিকেটার মাঠে প্রবেশ করে তখন সে শুধুমাত্র ফিল্ডিং করতে পারে। তবে এবার সেই নিয়মে কিছুটা বদলি করা হচ্ছে।বদলি হিসেবে যে ক্রিকেটার মাঠে প্রবেশ করবেন সেই ক্রিকেটার পুরো ইনিংসে ব্যাটিং কিংবা বোলিং করতে পারবেন। টস করার পূর্বে অধিনায়ক চারজন ক্রিকেটারের নাম নথিভুক্ত করবেন। ইনিংসের সুবিধামতো স্থানে একজন ক্রিকেটার কে বসিয়ে অন্য আরেকজনকে খেলার সুযোগ করে দিতে পারবেন অধিনায়ক। যাতে খেলার প্রয়োজনীয় সময়ে একজন অতিরিক্ত ব্যাটসম্যান বা বোলারকে দল ব্যবহার করতে পারে।Time for a New season 😃
— IndianPremierLeague (@IPL) December 2, 2022
Time for a New rule 😎
How big an "impact" will the substitute player have this edition of the #TATAIPL 🤔 pic.twitter.com/19mNntUcUW
IPL 2023 Rules: আইপিএলে নতুন নিয়ম, “ইম্প্যাক্ট ক্রিকেটার”-সিস্টেম চালু করতে চলেছে বিসিসিআই
বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ যে কতটুকু তার সাথে ইতিমধ্যেই পরিচয় ঘটেছে ক্রিকেটপ্রেমীদের। পাশাপাশি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ তথা ভারতীয় প্রিমিয়ার লিগ যে বিসিসিআইয়ের সবচেয়ে বড় উদ্ভাবন,…

আরও পড়ুন