Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Zoya Afroz: ‘হাম সাথ সাথ হে’ ছবির নায়িকা জোয়াকে মনে আছে, এখন পুরো চেহারা পাল্টে গেছে, দেখলে অবাক হবেন

জোয়া আফরোজ বর্তমানের মডেলিং দুনিয়ার একটি পরিচিত নাম। ছোট থেকেই অভিনয় জগতের সাথে যুক্ত তিনি। 'হাম সাত সাত হ্যায়' ছবিতে তিনটি শিশু চরিত্র ছিল। আর সেই তিনজনের মধ্যে একজন ছিলেন…

Avatar

জোয়া আফরোজ বর্তমানের মডেলিং দুনিয়ার একটি পরিচিত নাম। ছোট থেকেই অভিনয় জগতের সাথে যুক্ত তিনি। ‘হাম সাত সাত হ্যায়’ ছবিতে তিনটি শিশু চরিত্র ছিল। আর সেই তিনজনের মধ্যে একজন ছিলেন জোয়া আফরোজ। তবে ২৩ বছর পর তিনি পুরোপুরি পাল্টে গিয়েছেন। তাকে দেখে চেনা দায়। তার রূপ রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে গোটা মডেলিং দুনিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও তার বিশাল হাঁকডাক। ২০২১’এ মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের খেতাব উঠেছিল তার মাথাতেই। সেই ঝলকও মিলবে তার সোশ্যাল মিডিয়ার পাতাতে। বর্তমানে এই ২৮ বছর বয়সী অভিনেত্রী রূপে গুণে রীতিমতো টেক্কা দিতে পারেন বলিউডের অভিনেত্রীদেরও। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

‘হাম সাথ সাথ হ্যায়’এর পাশাপাশি ‘মন’, ‘কুছ না কাহো’র মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে জোয়াকে। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও দেখা মিলেছে তার। ‘শোন পরি’, ‘জয় মাতা দি’র মত টিভি শোতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। অবশ্য হাল আমলে ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। খুব সম্প্রতি চলতি বছরের নভেম্বরে মুক্তি পেয়েছে তার অভিনীত সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘মুখবীর – দ্যা স্টোরি অফ আ স্পাই’। জি ফাইভ অরিজিনালসে মুক্তি পেয়েছে সিরিজটি। সিজন ১’এ মোট আটটি এপিসোড রয়েছে। জোয়া আফরোজের পাশাপাশি এই সিরিজে মুখ্য ভূমিকায় প্রকাশ রাজ, বরখা সেনগুপ্ত, জৈন খান দুরানীর মতো তারকা অভিনেতাদের দেখা গিয়েছে। ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে বেশ ভালই প্রতিক্রিয়া মিলছে, তা বলাই চলে। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের তাক লাগানো রূপের জন্যই তুমুল চর্চিত মিডিয়ামহলে।

Note: প্রতিটি ছবি প্রতীকী (ছবির উৎস: গুগল)
Disclaimer: ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবরটি তৈরি করা হয়েছে। bharatbarta তার পক্ষ থেকে এটি নিশ্চিত করে না।

About Author