সাইফ আলি খান ও কারিনা কাপুর খান বলিউডের অন্যতম চর্চিত জুটি। ২০১২ সালের ১৬’ই অক্টোবর একে অপরের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। তার আগে বেশ কিছুটা সময় প্রেমও করেছেন এই জুটি। বর্তমানে তাদের দুটি পুত্র সন্তান রয়েছে, তৈমুর ও জাহাঙ্গীর। সেলেব কিড হিসাবে তারা চর্চার বাইরে নয়। একটা সময় অভিনেত্রীর জন্য রক্তারক্তি কান্ডও ঘটিয়ে ফেলেছিলেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্লেখ্য, ২০০৪ সালে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সিংয়ের সাথে বিচ্ছেদ ঘটে সাইফের। তবে ততদিনে সারা ও ইব্রাহিমের জন্ম হয়ে গিয়েছিল। তবে বর্তমান সময়ে অমৃত সিংয়ের সাথে সম্পর্ক না থাকলেও নিজের সন্তানদের সাথে প্রায়ই দেখা দেন তিনি। অনেক সময় নিজের চার সন্তানকে সাথে নিয়েই সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ার পতাতেও তার একাধিক ঝলক মিলবে।
একটা সময় মিডিয়াতে কারিনা ও সাইফের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। তবে এখনো তারা চর্চিত, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। ‘তাশান’ ছবির শুটিংয়ের সময়ই একটি ঘটনা ঘটিয়েছিলেন অভিনেতা। একটি খেলা চলাকালীন অভিনেত্রী সাইফকে জিজ্ঞাসা করেছিলেন তিনি তার জন্য কতটা পাগোল হতে পারেন! আর তার উত্তর দেওয়ার জন্য তিনি হঠাৎ করেই উঠে একটি ছুরি নিয়ে হাতে বসিয়ে দেন। হয়ে যায় রক্তারক্তি কান্ড। আর তা দেখে সেখানে উপস্থিত অভিনেত্রী ও তার বন্ধুও অবাক হয়ে গিয়েছিলেন। ঐ পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলবেন! বুঝতে পারছিলেন না তারা।
তবে পরেরদিন আবারো স্বাভাবিকভাবেই শুটিং ফ্লোরে শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে তার হাতে চোট লাগার কারণ হিসেবে অভিনেতা জানিয়েছিলেন, কাঁচের গ্লাস ভেঙে যাওয়ায় তার হাতে চোট লেগেছে। আর অভিনেতার এই ব্যাপারটাই সেইসময় কোনরকম ভাবে মনে ধরেছিল অভিনেত্রীর। আর সেই কারণবশতই আজও একসাথে সংসার করছেন এই তারকা জুটি।