যাত্রীদের ভিড় সামলাতে এবারে উদ্যোগী ইস্ট ওয়েস্ট মেট্রো। এবারে অফিস ফেরত যাত্রীদের চাপ সামলাতে বাড়তি ৬টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলো ইস্ট ওয়েস্ট মেট্রো। এর মধ্যে ৩টি ট্রেন চলবে পূর্ব দিকে আর ৩টি চলবে পশ্চিমের দিকে। ফলে, সুবিধা হবে অফিস ফেরত যাত্রীদের। বলতে গেলে, এবারে ইস্ট ওয়েস্ট মেট্রোতে প্রতিদিন ১০০টির বদলে ১০৬টি মেট্রো চলবে।
৫৩টি মেট্রো পূর্বদিকে ও ৫৩টি মেট্রো পশ্চিমদিকে চলবে এবার থেকে। আর সূত্রের খবর, ১ ডিসেম্বর থেকেই এই নতুন পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। ফলে, ডিসেম্বরের শহরে নতুন সুখবর বাংলার মানুষের কাছে। তবে, পরিষেবা শুরু ও শেষ হওয়ার সময় পরিবর্তন হবেনা বলেই জানিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআগের মতই, সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদার পরিষেবা শুরু হবে সকাল ৭টায়। আর শিয়ালদা থেকে সেক্টর ৫এর প্রথম ট্রেন ছাড়বে ৬:৫৫ মিনিটে। দিনের শেষ মেট্রো শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, বিকেলের ব্যস্ত সময়ে যাত্রীদের সুবিধার্থে ১৫ মিনিটের বদলে ১২ মিনিট অন্তর চলবে মেট্রো।