সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে নুসরাত জাহানকে কালো রঙের একেবারে উপযুক্ত শরীরচর্চার পোশাকে দেখা গিয়েছে। সম্ভবত শরীরচর্চার শেষে বিশ্রামের সময় এই ছবি তুলেছেন তিনি। ছবিতে রোদ এসে পড়েছিল তার সারা শরীরে। সেই রোদে বিনা মেকাপ লুকে শরীরচর্চার পোশাকে যেন আরও গ্ল্যামারাস লাগছিল নুসরাতকে। তার চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। ঠোঁটে ছিল শান্তির হাসি। সব মিলিয়ে অভিনেত্রীর এই সাম্প্রতিক শরীরচর্চার লুক মন কেড়েছে নেটনাগরিকদের পাশাপাশি তার অগণিত ভক্তমহলের। তার ঝলক অবশ্য কমেন্টবক্সেই মিলবে।
Nusrat Jahan: জিম থেকে বিনা মেকাপ লুকে ছবি শেয়ার করলেন নুসরাত, ছবি দেখে ঘাম ঝরছে ভক্তদের
নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। 'শত্রু' ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি…

আরও পড়ুন