Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই ফুলটি মা লক্ষ্মীর খুব প্রিয়, আপনি এটি অর্পণ করলেই ভাগ্য বদলে যাবে, অভাব হবে না টাকার

আপনার যদি প্রতি কাজে বাঁধার সন্মুখীন হতে হয়। জীবনে অশান্তি লেগেই আছে। বাড়িতে কারো অসুখ কমতেই চায় না। তাহলে আপনার গৃহে নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে। আপনি এর থেকে রক্ষা পেতে…

Avatar

আপনার যদি প্রতি কাজে বাঁধার সন্মুখীন হতে হয়। জীবনে অশান্তি লেগেই আছে। বাড়িতে কারো অসুখ কমতেই চায় না। তাহলে আপনার গৃহে নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে। আপনি এর থেকে রক্ষা পেতে বাস্তু শাস্ত্র মতে এই গাছ আপনার বাড়িয়ে রোপণ করুন ও মা লক্ষীর আশীর্বাদে সকল বিপত্তি কাটিয়ে দিন। আসুন দেখি বাস্তু শাস্ত্র অনুসারে কি গাছের বা ফুলের কি কি মহিমা:-

১) টাকা আয় করতে পারেন না:-
যদি আপনি পর্যাপ্ত অর্থের উপার্জন করেন, তবুও টাকা আপনার কাছে থাকছে না, তাহলে ৫টি হরসিঙ্গার ফুল নিয়ে শুকিয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে যেখানে টাকা রাখা আছে যেখানে রেখে দিন। আপনি নিজেই অলৌকিক ঘটনা দেখতে শুরু করবেন। এই প্রতিকারের মাধ্যমে আপনার কাছে টাকা আসবেও এবং জমাতেও পারবেন আপনি ভবিষ্যতের জন্যে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) নিজের মননকামনা পূরণ করতে এইটি করুন:-
জীবনে সুখ-সমৃদ্ধি পেতে এবং সব ইচ্ছা পূরণের জন্য বাড়িতে শেফালী বা শিউলী ফুল গাছ লাগাতে হবে।এছাড়াও, দেবী লক্ষ্মীর পূজা করার সময়, তার পূজায় অবশ্যই এই ফুল অন্তর্ভুক্ত করুন।

৩) অসুস্থতা কে দুর করতে:-
আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন এবং তা থেকে মুক্তি পেতে চান, তাহলে বাড়ির মন্দিরের কাছে শিউলী গাছ লাগান। এর ফলে ঘরে ইতিবাচক শক্তির যোগাযোগ বাড়বে। এতে বাড়ির সদস্যরা সুস্থ থাকবে।

৪) মনোমত চাকরি পেতে চাইলে:-
আপনি যদি একটি ভালো চাকরি পেতে চান কিন্তু আপনার ইচ্ছা পূরণ হচ্ছে না, তাহলে একগুচ্ছ শেফালী ফুল নিয়ে একটি লাল রঙের কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর সামনে রাখুন। এতে করে আপনার চাকরি সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হয়ে যাবে।

৫) ঋণের বোঝা থেকে মুক্তি পেতে:-
যদি আপনি ঋণের বোঝে অস্থির থাকেন, তবে শেফালী মূলের এই প্রতিকার আপনাকে ঋণ থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। এ জন্য এই ফুল গাছের মূলে একটি টাকা রাখুন তারপর সেই টাকা পার্সে রাখলে উপকার পাওয়া যায়। এই প্রতিকার করলে ব্যক্তি ঋণ থেকে মুক্তি পাবেন।

৬) বিবাহের বাঁধা থেকে মুক্তি পেতে:-
যদি কোনও ব্যক্তির বিবাহে কোনও ধরণের সমস্যা বা বাঁধা আসতে থাকে তবে শেফালী ফুলের এই প্রতিকারগুলি খুব উপকারী প্রমাণিত হতে পারে। ৭টি শিউলী ফুল নিয়ে একটি কমলা কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর সামনে রাখুন। এই প্রতিকার করলে মানুষ তাড়াতাড়ি বিবাহের ব্যাপারে উপকার পাবেন।

About Author