সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে একেবারে স্বল্প পোশাকে দুর্দান্ত বেলি ডান্স করতে দেখা গিয়েছে নম্রতা মাল্লাকে। একেবারে মানানসই মিউজিকের সাথেই নৃত্য পরিবেশন করেছেন তিনি। নম্রতা যে ইন্ডাস্ট্রির অন্যতম ভালো নৃত্যশিল্পী, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। একেবারে ক্যাজুয়াল ভাবেই নিজের এই সাম্প্রতিক বেলি ডান্সের ভিডিওটি বানিয়েছেন অভিনেত্রী। এই ধরনের নাচ পরিবেশন করতে তিনি যে যথেষ্ট দক্ষ, তা ভিডিওতে তাকে দেখেই স্পষ্ট হয়েছে। তার সোশ্যাল মিডিয়ার পাতাতে চোখ রাখলেও তার নাচের এমন একাধিক ভিডিও চোখে পড়বে। তবে আপাতত অভিনেত্রীর এই বেলি ডান্স মুগ্ধ করেছে সকলকে। অবশ্য নেটজনতার সেই মুগ্ধতার ঝলক কমেন্টবক্সেই মিলবে।
Namrata Malla: দুর্দান্ত বেলি ডান্স করে ঘুম কাড়ল এই ভোজপুরি অভিনেত্রী, প্রশংসায় ভরাচ্ছেন নেটমহল
ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও।…

আরও পড়ুন