বর্তমান যুগে দাড়িয়ে অনেকেই নিজেদের অবসর সময় কাটান নিজেদের একান্ত আপন পোষ্যদের সাথে। তবে বাঘ-সিংহ যে কারোর পোষ্য হতে পারে, তা আজও ধারণার বাইরে অনেকের। একই বাড়িতে মানুষ আর অমন বন্য হিংস্র প্রাণী একসাথে থাকতে পারে, তা ভেবেই গা শিউরে ওঠে অনেকের। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে তেমনি একটি দৃশ্যের দেখা মিলেছে। ভিডিওতে যে মহিলাকে দেখা গিয়েছে তিনি যে কোনভাবেই ভয় পাচ্ছিলেন না নিজের পোষ্য অর্থাৎ ঐ সিংহীকে দেখে, তা বোঝাই গিয়েছে। তাকে নিয়ে রীতিমতো টহল দিতে বেরিয়েছিলেন তিনি। তবে বিদেশে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। বিদেশে অনেকেই পোশ্য হিসাবে বাঘ বা সিংহ রেখে থাকেন বাড়িতে। অন্যথায় অনেককে দেখা যায় তাদের দত্তক নিতে। তবে বর্তমানে এমন ঘটনা আমাদের দেশেও ঘটতে দেখা যায়। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি কোন দেশের! তা অবশ্য জানা যায়নি।
Viral Video: সিংহী নিয়েই রাস্তায় টহল এই মহিলার, দেখেই শিউরে উঠেছে নেটমহলের একাংশ
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নিত্যদিন একাধিক ভিডিও কিংবা ছবি প্রায়ই ভাইরাল হতে দেখা যায় এই সোশ্যাল মিডিয়াতে। সাধারণ নেটজনতা নিজেদের অবসরে…

আরও পড়ুন