Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঐশ্বরিয়ার পাশে থাকা ছোট্ট মেয়েটি এখন খুবই সুন্দরী ও গ্ল্যামারাস, রইলো ছবি

বলিউড বা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একদিকে যেমন অভিনয় দক্ষতা জনপ্রিয়তা পাওয়ার মূল বিষয়, ঠিক তেমনই লাইমলাইটে আসতে গেলে দরকার পড়ে সৌন্দর্যের। বলিউডের বেশিরভাগ অভিনেত্রী অত্যন্ত সুন্দরী। তাঁদের রূপে রীতিমতো ফিদা লক্ষ…

Avatar

বলিউড বা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একদিকে যেমন অভিনয় দক্ষতা জনপ্রিয়তা পাওয়ার মূল বিষয়, ঠিক তেমনই লাইমলাইটে আসতে গেলে দরকার পড়ে সৌন্দর্যের। বলিউডের বেশিরভাগ অভিনেত্রী অত্যন্ত সুন্দরী। তাঁদের রূপে রীতিমতো ফিদা লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। আবার অনেকেই বলিউডের জনপ্রিয়তা পেয়ে থাকেন বিশেষ কিছু রোল করার কারণে। এমনই একজন অভিনেত্রী হলেন জেনিফার উইঙ্গেট। বলিউডে তার আবির্ভাব হয়েছিল শিশুশিল্পী হিসাবে। বর্তমানে ছোট পর্দার একাধিক প্রজেক্টে কাজ করেন তিনি।

মাত্র ১০ বছর বয়সে ‘আকেলে হাম আকেলে তুম’ ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে জেনিফার উইঙ্গেট তাঁর ক্যারিয়ার শুরু করেন। এর পরে, তিনি ১২ বছর বয়সে ‘রাজা কি আয়েগি বারাত’ ছবিতে অভিনয় করেছিলেন। অনেক বড় তারকার সঙ্গে শিশু অভিনেতা হিসেবে স্ক্রিন ভাগ করে নিয়েছেন তিনি। জেনিফার উইঙ্গেট বড় পর্দায় ঐশ্বরিয়া রাই বচ্চন, রানি মুখার্জি, আমির খান, মনীষা কৈরালার সঙ্গে কাজ করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি, ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনের সিনেমা “কুচ না কাহো”তে পূজার ভূমিকায় অভিনয় করেছিলেন জেনিফার উইঙ্গেট। এছাড়াও বেহাদ-এ মায়া মেহরোত্রা এবং বেপান্নাহ-তে জোয়া সিদ্দিকীর ভূমিকায় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। বর্তমানে তার বয়স ৩৬ এর গণ্ডি স্পর্শ করেছে। এখন অনেক ওয়েব সিরিজে কাজ করতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। শিশুশিল্পী হিসাবে জনপ্রিয়তা পেলেও অভিনয় দক্ষতার কারণে বর্তমানে দর্শকদের একজন পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছেন জেনিফার উইঙ্গেট।

অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গেলে জেনিফার উইঙ্গেট মুম্বাইয়ে অর্ধেক মারাঠি এবং অর্ধেক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হেমন্ত উইঙ্গেট এবং মায়ের নাম প্রভা উইঙ্গেট। তার বাবা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে কাজ করেন এবং মা একজন গৃহিণী। ২০০৫ সালে তিনি করণ সিং গ্রোভারের সাথে ডেট করা শুরু করেন। ২০১২ সালে তাদের সম্পর্ক পরিণতি পায়। অবশ্য মাত্র ২ বছরে ২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

About Author