প্রায় সকলেরই পছন্দের খাবারের মধ্যে ভাজা বাদাম অন্যতম। সম্প্রতি অভিনেতার শেয়ার করে নেওয়া ভিডিওতে অভিনেতাকে একেবারে বসে মাটির বসা উনুনে বাদাম ভাজতে দেখা গিয়েছে। এমনকি ভাজার পরে বালি থেকে তুলে নিয়ে ঝেরে নিতেও দেখা গিয়েছে তাকে। সম্ভবত হাইওয়ে দিয়ে কোথাও যাওয়ার সময়ই এই দোকান চোখে পড়ে তার। আর তারপরেই তিনি এই কাণ্ড ঘটান। অবশ্য তার ঝলকই নিজের অনুরাগীদের পাশাপাশি শেয়ার করে নিয়েছেন অগণিত ভক্তমহলের সাথেও।অভিনেতার শেয়ার করে নেওয়া এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীরা একাধিক মজার মন্তব্য করেছেন কমেন্টবক্সে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে সুনীল ‘খাও খাও খাও’ লিখেছিলেন। আর তার জবাবেই কমেন্টবক্স ভরিয়ে দিয়েছেন নেটমহলের অধিকাংশ। উল্লেখ্য, অভিনেতার শেয়ার করে নেওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে সকলের। অভিনেতা হিসেবেও তার কম নাম ডাক নেই ইন্ডাস্ট্রিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘গুডবাই’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। সেখানে অমিতাভ বচ্চন ও রশ্মিকা মন্দনার সাথে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা।
Sunil Grover: রাস্তার ধারে বাদাম ভাজছেন অভিনেতা সুনীল গ্রোভার, লোকে বলল – ‘এ কী দিন এলো…’
বলিউডের অন্যতম দক্ষ, জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন হলেন সুনীল গ্রোভার। হিন্দি টেলিভিশন জগতের সবথেকে বড় কমেডি শো 'কাপিল শর্মা শো' থেকেই কমেডিয়ান হিসেবে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি…

আরও পড়ুন