Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PNB গ্রাহকদের জন্য দারুন খবর, এবারে ব্যাংকের ঘোষণা শুনলে যাবেন চমকে

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এমন গ্রাহকদের জন্য নতুন সুসংবাদ। আপনি যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে বেশি সুদ পাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে এখন PNB আপনার জন্য একটি বিশেষ FD নিয়ে…

Avatar

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এমন গ্রাহকদের জন্য নতুন সুসংবাদ। আপনি যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে বেশি সুদ পাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে এখন PNB আপনার জন্য একটি বিশেষ FD নিয়ে এসেছে, যাতে আপনি বিশাল সুবিধা পাবেন। এই প্রকল্পের বিশেষ বিষয় হল মাত্র ৬০০ দিনে আপনি একটি বড় সুবিধা পাবেন। তাই আপনার জন্য এই প্রকল্পের ব্যাপারে জানা উচিত।

পিএনবি তাদের অফিসিয়াল টুইটে এই বিষয়ে বিশেষ তথ্য জানিয়েছে। পিএনবি টুইটে লিখেছে যে, আপনি যখন বিনিয়োগে ভাল সুদ পাবেন, তখন সঞ্চয় স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। তাই সেই জন্যই PNB গ্রাহকদের জন্য ৬০০ দিনের একটি বিশেষ স্কিম নিয়ে এসেছে, যেখানে সুদ পাবেন প্রচুর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

PNB-এর ৬০০ দিনের স্কিমে ৭.৮৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই স্কিমের সুবিধা নিতে, আপনি PNB One অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়াও, আপনি ব্যাঙ্কের শাখায় গিয়েও এর সুবিধা নিতে পারেন।

স্কিমটির বিশেষত্ব কী-

>> ব্যাঙ্কের এই বিশেষ স্কিমটি ১৯ অক্টোবর ২০২২ থেকে শুরু হয়েছে।

>> এই প্রকল্পটি প্রবীণ নাগরিকদের জন্য (৬০-৮০ বছর)।
>> এছাড়াও খুব প্রবীণ নাগরিক (৮০ বছর বা তার বেশি)ও এর সুবিধা নিতে পারেন।
>> এর অধীনে এককভাবে দুই কোটি টাকার কম জমা করা যাবে।

About Author