Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়িতে নিয়ে আসুন Hyundai Grand i10, মাত্র ১ লাখ টাকায় আপনার নামে করুন এই গাড়ি

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে Hyundai কোম্পানি। এই…

Avatar

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে Hyundai কোম্পানি। এই কোম্পানির একাধিক গাড়ি ব্যাপক জনপ্রিয়তা পায় তার অত্যাধুনিক স্পেসিফিকেশন এবং পারফরম্যান্সের জন্য। এই কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং ইয়ংস্টারদের প্রথম পছন্দের গাড়ি হল Hyundai Grand i10। এই গাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের নতুন টেকনোলজি এবং পাওয়ার প্যাক পারফরমেন্স। এছাড়া গাড়ির স্টাইলিশ লুক পছন্দ হয় সকলের।

ভারতীয় বাজারে Hyundai Grand i10 গাড়িটির জনপ্রিয়তা ব্যাপক। মোটামুটি বাজেট রেঞ্জের মধ্যে চার চাকার গাড়ি কিনতে হলে এই গাড়িটি সেরা। আপনাদের জানিয়ে রাখি এই গাড়ির এক্স শোরুম মূল্য ৫.৩৯ লাখ টাকা থেকে শুরু। গাড়িটির টপ মডেলের দাম প্রায় ৮.০২ লাখ টাকা। কিন্তু আপনাদের বলি এই গাড়ি আপনি মাত্র ১ লাখ টাকায় পেয়ে যেতে পারেন। কিন্তু কি করে? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসলে জনপ্রিয় সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট ওয়েবসাইট OLX এ Hyundai Grand i10 গাড়িটির ২০১২ মডেল লিস্ট করা আছে। ওই গাড়িটি কিনতে আপনাকে মাত্র খরচা করতে হবে ১.১০ লাখ টাকা। তবে এই টাকা আপনাকে একেবারে দিতে হবে কারণ এতে ফাইন্যান্সের কোনো অপশন পাবেন না। আপনি যদি একটি গাড়ি কিনতে চান তাহলে মাত্র এক লাখ টাকায় এই Hyundai Grand i10 গাড়ির ডিল সত্যিই লাভজনক।

About Author