Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মার্কেটে করছে রাজ টাটা কোম্পানির এই এসইউভি, জানুন গাড়ির দাম কত

ইদানিংকালে ভারতীয় বাজারে যে সমস্ত গাড়ি কোম্পানি জনপ্রিয়তা শিখরে পৌঁছেছে তাদের মধ্যে অন্যতম হলো টাটা মোটরস। বিগত কয়েক বছরে ভারতীয় গাড়ির বাজারে আস্তে আস্তে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে শুরু করেছিল…

Avatar

ইদানিংকালে ভারতীয় বাজারে যে সমস্ত গাড়ি কোম্পানি জনপ্রিয়তা শিখরে পৌঁছেছে তাদের মধ্যে অন্যতম হলো টাটা মোটরস। বিগত কয়েক বছরে ভারতীয় গাড়ির বাজারে আস্তে আস্তে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে শুরু করেছিল টাটা কোম্পানি। টাটা নেক্সন থেকে শুরু করে টাটা টিয়াগো, হ্যাচব্যাক সেডান সবকটি সেগমেন্টেই এখন জনপ্রিয়তার শীর্ষে টাটা। বিগত কয়েক মাস ধরে লাগাতার নিজের পুরনো রেকর্ড ভেঙ্গে চলেছে টাটা মোটরস। আর সম্প্রতি সেপ্টেম্বর মাসে এই কোম্পানির মুকুটে যুক্ত হয়েছে একটি নতুন পালক। টাটা মোটরসের দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট থেকে উঠে এসেছে, শুধুমাত্র সেপ্টেম্বর মাসে টাটা কোম্পানির ৪৭,৬৫৪ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল। তার পাশাপাশি গাড়ি তৈরির দিক থেকেও টাটা কিন্তু অন্য কোম্পানি থেকে খুব একটা পিছিয়ে নেই। সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে উঠে এসেছে, ভারতে এই মুহূর্তে তৃতীয় সর্ববৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানি হলো টাটা মোটরস। কোম্পানি জানিয়েছে, গত বছর সেপ্টেম্বর মাস থেকেই তাদের অর্থনৈতিক বৃদ্ধি শুরু হয়েছিল। এখনো পর্যন্ত এক বছরে প্রায় ৮৫ শতাংশ বৃদ্ধি হয়েছে টাটা মোটরসের মার্কেট শেয়ারের। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যেখানে টাটা মোটরসের মাত্র ২৫,৭৩০ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল, সেখানেই আজ এই সংখ্যাটা ৪৭,৬৫৪ হয়ে দাঁড়িয়েছে। ফলে নিঃসন্দেহে বলা চলে, ভারতীয় গাড়ির মার্কেটে এই মুহূর্তে রীতিমতো রাজ করছেন রতন টাটা।

কিন্তু, টাটার এই প্রোফাইলে তো অনেক ধরনের গাড়ি রয়েছে। কিন্তু কোন গাড়ি বিক্রি সবথেকে বেশি হয় সেটা কি আপনি জানেন? আপনি যদি অনুমান করে থাকেন টাটা নেক্সন, তাহলে আপনি একেবারে সঠিক। এই মুহূর্তে টাটা কোম্পানির পোর্টফোলিওতে যে কয়টি গাড়ির স্থান রয়েছে, তার মধ্যে বিক্রির নিরিখে সবথেকে উপরে রয়েছে টাটা নেকসন। এটি হলো কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া সাব-কম্প্যাক্ট SUV গাড়ি। ব্রেজ্জা, ভেনিউ, এবং সনেট গাড়ির সঙ্গে এই টাটা নেক্সন গাড়ির সরাসরি টক্কর হয়ে থাকে। শুধুমাত্র অক্টোবর মাসে এই গাড়ির ১৩,৭৬৭টি ইউনিট বিক্রি হয়েছিল। প্রতিবছর এই গাড়ির বিক্রি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। গত বছর অক্টোবর মাসে এই গাড়ির ১০,০৯৬ টি ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ এক বছরে এই গাড়ির বিক্রি ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে ভারতের দ্বিতীয় সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি হয়ে উঠেছে টাটা নেক্সন। প্রথম স্থানে মারুতি সুজুকির ব্রেজ্জা গাড়িটি থাকলেও, তার সঙ্গে দূরত্ব খুব একটা বেশি নেই। অন্যদিকে, বছরের সেরা দশের তালিকায় এই মুহূর্তে এই গাড়িটি রয়েছে পঞ্চম স্থানে। এই গাড়িটির ঠিক নিচেই স্থান করে নিয়েছে হুন্ডাই কোম্পানির ক্রেটা গাড়িটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টাটা নেক্সন গাড়িটির বর্তমান এক্স-শোরুম দাম ৭.৬০ লক্ষ টাকা থেকে ১৪.০৮ লক্ষ টাকা পর্যন্ত। এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ১.২ লিটারের ট্রিপল সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ১২০ পিএস পাওয়ার এবং ১৭০ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এছাড়াও আরো একটি বিকল্প আপনাদের জন্য রয়েছে যেখানে আপনারা পাচ্ছেন ১.৫ লিটারের চার সিলিন্ডার বিশিষ্ট টার্বো ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ১১০ পিএস পাওয়ার এবং ২৬০ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে।

নেক্সন গাড়ির টপ ভেরিয়েন্টে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে এর মত বেশ কিছু কানেক্টিভিটি অপশন। এছাড়াও একটি ৭ ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, কুলড গ্লোবক্স, রিয়ার বেন্টের সাথে অটো এসি, ক্রুজ কন্ট্রোল, রেইন সেন্সিং ভাইপার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অটো ডিমিং ফিচার, এয়ার কোয়ালিটি ডিসপ্লে, এবং এয়ার পিউরিফায়ারের মত আরো অনেক কিছু ফিচার। তবে এই গাড়ির সবথেকে বড় ফিচার হলো এর সানরুফ।

About Author