বেসরকারি সেক্টরের অন্যতম বড় ব্যাংক আইসিআইসিআই ব্যাঙ্ক এই মুহূর্তে তাদের মেয়াদী আমানতের উপরে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। ৫০ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করতে চলেছে এই বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাঙ্ক। সূত্রের খবর অনুযায়ী আগামী ২৯ অক্টোবর থেকে এই নতুন সুদের হার কার্যকর হতে চলেছে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, ২ কোটি টাকার কমের ডিপোজিটের ক্ষেত্রে এই নতুন সুদের হার কাজ করবে।ব্যাঙ্কের প্রদত্ত তথ্য অনুসারে, সুদের হার ৭-২৯ দিনের জন্য ৩ শতাংশ, ৩০ থেকে ৬০ দিনের জন্য ৩.৫০ শতাংশ, ৬১-৯০ দিনের জন্য ৩.৭৫ শতাংশ, ৯১-১৮৪ দিনের জন্য ৪.৫০ শতাংশ, ১৮৫-২৮৯ দিনের জন্য ৫.২৫শতাংশ, ২৯০ দিন থেকে ১ বছরের কম সময়ের জন্য ৫.৫০ শতাংশ করা হয়েছে।১ বছর থেকে ১৮ মাসের কম সময়ের জন্য রিটার্ন ধরা হয়েছে ৬.১০ শতাংশ, ১৮ মাস থেকে ২ বছরের ক্ষেত্রে সুদের হার ধার্য হয়েছে ৬.১৫ শতাংশ, ২ বছর ১ দিন থেকে ৩ বছর পর্যন্ত সুদের হার ঠিক করা হয়েছে ৬.২০ শতাংশ, ৩ বছর ১ দিন থেকে ৫ বছরের মেয়াদের ক্ষেত্রে সুদের হার রয়েছে ৬.৩৫ শতাংশ ও ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের FD-র মেয়াদের ক্ষেত্রে সুদের হার রয়েছে ৬.২৫ শতাংশ।আইসিআইসিআই ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে এই মুহূর্তে তাদের মেয়াদী আমানতের ক্ষেত্রে সর্বনিম্ন সুদ রইল ৩ শতাংশ। অন্যদিকে সর্বোচ্চ সুদ ৬.৩৫ শতাংশ। তার পাশাপাশি প্রবীর নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫% সুদের সুবিধায় রয়েছে। তাই প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সর্বনিম্ন সুদের হার ৩.৫ শতাংশ এবং সর্বোচ্চ সুদের হার ৬.৯৫ শতাংশ।