Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সরকারি কর্মীদের টাকাতেই বেতন বৃদ্ধি, বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরুদ্ধে!

রাজ্য সরকারি কর্মচারীদের লাগাতার আন্দোলনের ফলে বেতন বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তবে এতে আখেরে লাভ হয়েছে সরকারেরই। এতে সরকারের কোন বাড়তি খরচ হচ্ছে না, বরং সরকারি কর্মীদের ন্যায্য পাওনা ঘুর…

Avatar

রাজ্য সরকারি কর্মচারীদের লাগাতার আন্দোলনের ফলে বেতন বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তবে এতে আখেরে লাভ হয়েছে সরকারেরই। এতে সরকারের কোন বাড়তি খরচ হচ্ছে না, বরং সরকারি কর্মীদের ন্যায্য পাওনা ঘুর পথে বর্ধিত বেতন হিসেব হাতে পাচ্ছে রাজ্য সরকারের কর্মচারীরা।

এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। বিভিন্ন তথ্য সহকারে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে এমন বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত ১৩ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। তারই প্রেক্ষিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরে মাননীয়া বেতন কমিশনের একটি অস্পষ্ট রিপোর্ট পড়ে শুনিয়েছেন।

সেখানে তিনি বলেন, নয়া বেতন কাঠামো চালু করতে সরকারের ১০ হাজার কোটি টাকা খরচ হবে। অর্থাৎ তিনি আগে থেকেই হিসেব কষে এসেছিলেন। কিন্তু আমরা কনফেডারেশনের পক্ষ থেকে জানাই, বেতন কমিশন দিতে সরকারের আপাতত কোন খরচ হবে না। বরং ওই ১০ হাজার কোটি টাকা খরচ হওয়ার পরও, আরও ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত জমা থাকবে।’

About Author