Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অজয় দেবগনের কারণে বলি অভিনেত্রী টাবু এখনও কুমারী, নিজেই ফাঁস করলেন বড় কথা

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। দুই তারকা স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে বিলাসবহুল জীবনযাপন সবই নেটিজেনদের কাছে কৌতূহলের বিষয়। তাই তো মাঝে মাঝেই…

Avatar

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। দুই তারকা স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে বিলাসবহুল জীবনযাপন সবই নেটিজেনদের কাছে কৌতূহলের বিষয়। তাই তো মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের এই তারকা জুটি। অজয় দেবগনের জীবনে কিছুর অভাব নেই হয়তো। একদিকে বলিউড ক্যারিয়ারে সাফল্য ও অন্যদিকে তিনি কাজলের সাথে বেশ সুখের সাথেই জীবন কাটাচ্ছেন। কিন্তু অজয় দেবগনের জন্য বলিউডের এক তাবড় অভিনেত্রী দুঃখের সাথে জীবন কাটাচ্ছেন। কে তিনি, জানেন কি?প্রতিবেদনে উল্লেখ করা বলিউড অভিনেত্রীর নাম তাবাসসুম ফাতিমা হাশমী। বুঝতে পারলেন না নিশ্চয়। এই বলিউড অভিনেত্রীর নাম টাবু। তাঁর বয়স পৌঁছেছে ৫০ এর কোটায়। বলি ক্যারিয়ারে অনেক বছর ধরে কাজ করলেও তিনি মনের মানুষ খুঁজে পাননি। রিল লাইফে একাধিক প্রেম করলেও, রিয়েল লাইফে এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। কেন বিয়ে করেননি তিনি? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন তাঁর সমস্ত অনুগামীরা। এবার নিজের জীবনের এমন সিক্রেট নিজেই ফাঁস করলেন টাবু। নিজের বিয়ে না করার জন্য এক বলিউড অভিনেতাকে দোষারোপ করেছেন তিনি।অজয় দেবগনের কারণে বলি অভিনেত্রী টাবু এখনও কুমারী, নিজেই ফাঁস করলেন বড় কথাঠিকই ধরেছেন, বিয়ে না করার জন্য পুরো দোষটায় অজয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন টাবু। তিনি জানিয়েছেন, “দীর্ঘ ২৫ বছর ধরে একে অপরকে চেনেন তাঁরা। আমার সম্পর্কের এক ভাই সমীরের প্রতিবেশী ছিল অজয়। ছোটবেলা থেকে সমীর ও অজয় চোখে চোখে রাখত টাবুকে। কোনও ছেলে আমার সাথে কথা বলতে এলেই তাদের ধরে মারত। ওরা এতটাই জ্বালাতন করত, যে ওদের ভয়ে কেউ আমার সাথে মিশত না। এই কারণের জন্যই অজয়ের জন্য সিঙ্গেল আমি। অজয় একদিন নিজের ভুল বুঝতে পেরে নিশ্চয় দুঃখিত হবে”।তবে সেইসাথে ট্যাবু এও জানান যে, “বিয়ে করার জন্য তার জীবনে একাধিক জায়গা থেকে চাপ এসেছিল। অনেকেই বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল বা পরিবারের লোক প্রেসার দিয়েছিল। কেউ বিয়ের কথা বলেনি, এও মিথ্যে কথা। তবে আমার মনে হয় প্রত্যেক মানুষের পরিস্থিতি আলাদা হয় এবং সেটার সাথে তাকে মানিয়ে নিতে হয়। আমিও একা থাকার কারণ হিসেবে সেটাকেই প্রধান্য দিয়ে থাকি।”
About Author