Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ১০ হাজার টাকায় বাড়ি নিয়ে যান TVS Raider 125 বাইক, দিতে হবে সামান্য EMI

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের…

Avatar

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সকলেই বর্তমানে একটি বাজেট মূল্যের বাইক কেনার কথা ভাবছেন। আজকের এই প্রতিবেদনে এমনই এক বাইক সমন্ধে আপনাদের জানাবো।

টিভিএস কোম্পানি বরাবর ১২৫ সিসি সেগমেন্টে বাজেট মূল্যে বিভিন্ন অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ বাইক লঞ্চ করে থাকে। বর্তমানে কমবয়সীদের প্রথম পছন্দ টিভিএস রেইডার ১২৫। এতে যেমন রয়েছে পাওয়ার, ঠিক তেমন রয়েছে বিভিন্ন অত্যাধুনিক ফিচার। এতে টিএফটি ডিসপ্লে ও ব্লুটুথ কানেকটিভিটি পাওয়া যাবে। এই বাইকের দাম শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। রাজধানী শহর দিল্লিতে এই বাইকের অন রোড মূল্য ১.০৩ লাখ টাকা থেকে শুরু। এই বাইক আপনি ৩ টি ভ্যারিয়েন্টে কিনতে পারেন। সেগুলি হল ড্রাম, ডিস্ক, স্মার্টকানেক্ট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই TVS Raider 125 বাইক আপনি ফাইন্যান্সেও কিনতে পারেন। স্মার্টকানেক্ট সমৃদ্ধ বাইকটির এক্স শোরুম মূল্য ৯৯ হাজার টাকা। দিল্লিতে অন রোড দাম ১.০৩ লাখ থেকে ১.১৫ লাখ টাকা হবে। সেক্ষেত্রে আপনি যদি ১২ হাজার টাকা ডাউন পেমেন্ট করেন। তাহলে আপনাকে ১.০৩ লাখ টাকার লোন নিতে হবে। ৩ বছরে প্রতিমাসে ৩৩১৩ টাকা ইএমআই দিতে হবে আপনাকে। প্রসঙ্গত উল্লেখ্য, এই TVS Raider 125 বাইকে ১২৪.৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড থ্রি ভালভ ইঞ্জিন রয়েছে। এটি ১১.২ bhp পাওয়ার ও ১১.২ পিক টর্ক উৎপন্ন করতে পারে। এতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স আছে।

About Author