Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিজের পোষ্যের সাথে মুম্বাইয়ের রাস্তায় এমন পোশাকে আরবাজ খানের প্রেমিকা জর্জিয়া, স্টাইল দেখে ফিদা ভক্তরা

বলি জগতের সবথেকে বড়ো তারকাদের মধ্যে একজন হলেন সলমন খান। তার এবং তার পরিবারের সকলেই এই বলি জগতে জনপ্রিয়। তার ভাই আরবাজ খানও একই ভাবে বলি দুনিয়ায় নিজের নাম করে…

Avatar

বলি জগতের সবথেকে বড়ো তারকাদের মধ্যে একজন হলেন সলমন খান। তার এবং তার পরিবারের সকলেই এই বলি জগতে জনপ্রিয়। তার ভাই আরবাজ খানও একই ভাবে বলি দুনিয়ায় নিজের নাম করে ফেলেছেন। দাবাং বা অন্যান্য বলিউড সুপারহিট সিনেমা তার পরিচালনা এবং প্রযোজনায় নির্মিত। এর সাথে তাকে আমরা অভিনীত করতেও দেখেছি। তবে, তার ব্যক্তিগত জীবন নিয়েও বলি দুনিয়ায় কম চর্চা হয়না। মালাইকা আরোরার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের পর থেকে তার জীবন অনেকটাই পরিবর্তিত হয়েছে। একদিকে যেমন মালাইকা এখন সম্পর্কে আছেন অর্জুন কাপুরের সঙ্গে, সেরকম ভাবেই আরবাজ খানের জীবনেও এসেছেন নতুন একজন নারী। তিনি হলেন জর্জিয়া। তিনি নিজে একজন প্রফেশনাল মডেল এবং অভিনেত্রী।

দুজনকে এখন মাঝে মধ্যেই একসাথে দেখা যায়। কখনো তারা একসাথে একসাথে পার্টিতে যান, কখনো আবার তারা একসাথে কোথাও ঘুরতে যান। জর্জিয়া এখন একজন ফ্যাশন সেনসেশন হয়ে উঠেছেন। যখনই তিনি কোথাও বাইরে যান, পাপারাজ্জিরা তাকে রীতিমতো ঘিরে ধরেন। সাধারনত তিনি ইনস্টাগ্রামে এমন কিছু কিছু ছবি পোস্ট করতে থাকেন, যে সমস্ত ছবির জন্য সকলেই তার ফ্যান হয়ে যান। ইনস্টাগ্রামেও এই মডেলের ফ্যান ফলোয়িং বেশ ভালই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

নিজের পোষ্যের সাথে মুম্বাইয়ের রাস্তায় এমন পোশাকে আরবাজ খানের প্রেমিকা জর্জিয়া, স্টাইল দেখে ফিদা ভক্তরা

তবে সম্প্রতি এই হাসিনার কিছু কিছু ছবি সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে উঠেছে। এই ছবিতে অভিনেত্রী একটি স্কিন কালারের ক্রপ টপ পরে আছেন এবং তার সাথেই রয়েছে একটি নীল রঙের ট্র্যাক প্যান্ট। মুম্বাইয়ের রাস্তায় নিজের কুকুরের সঙ্গে হাঁটছেন তিনি। ছবিটিতে তাকে দেখা যাচ্ছে কারোর সাথে ফোনে কথা বলছেন তিনি। তবে উনি নিজের পালিত কুকুরটিকে বেশ ভালোবাসেন, সেটা কার্যত স্পষ্ট বলা চলে।

নিজের পোষ্যের সাথে মুম্বাইয়ের রাস্তায় এমন পোশাকে আরবাজ খানের প্রেমিকা জর্জিয়া, স্টাইল দেখে ফিদা ভক্তরা

এই ছবিতে দেখা যাচ্ছে, নিজের কুকুরকে রাস্তায় ঘোরাতে নিয়ে বেড়িয়েছেন তিনি। আর কুকুরটিও অভিনেত্রীর সাথে সাথেই চলছে পুরো রাস্তায়। এই ছবিতে কুকুরটিকে বেশ কিউট লাগছে। পাপারাজ্জিদের দেখেই নিজের কুকুরকে কোলে তুলে নিয়ে পোজ দিলেন অভিনেত্রী। ছবিতে অভিনেত্রীকে বেশ সুন্দরী লাগছে এবং তিনি হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন।

নিজের পোষ্যের সাথে মুম্বাইয়ের রাস্তায় এমন পোশাকে আরবাজ খানের প্রেমিকা জর্জিয়া, স্টাইল দেখে ফিদা ভক্তরা

About Author