Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভোলবদল হবে ঢাকুরিয়া স্টেশনের, থাকবে এটিএম কাউন্টার, দোকান ছাড়াও বিশাল পার্কিং লট

শিয়ালদহ দক্ষিণ শাখার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল ঢাকুরিয়া। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের লাইফলাইন হল এই স্টেশন। এবার এই স্টেশনের ভোলবদল করে দেবে ভারতীয় রেল। এই ঢাকুরিয়া স্টেশনে তৈরি হবে…

Avatar

শিয়ালদহ দক্ষিণ শাখার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল ঢাকুরিয়া। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের লাইফলাইন হল এই স্টেশন। এবার এই স্টেশনের ভোলবদল করে দেবে ভারতীয় রেল। এই ঢাকুরিয়া স্টেশনে তৈরি হবে খাবার ও বইয়ের দোকান, এটিএম কাউন্টার, ওষুধের দোকান ও বিভিন্ন ধরনের শপিং স্টোর। আসলে ভারতীয় রেল দেশের বিভিন্ন স্টেশন বিশেষ উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত করেছে। আর সেই তালিকাতেই নাম রয়েছে ঢাকুরিয়া স্টেশনের। এছাড়াও এই রাজ্যের কৃষ্ণনগর, মালদা টাউন, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া স্টেশনের উন্নয়নের কাজ হবে। বর্তমানে লিলুয়া এবং সল্টগোলা স্টেশনে উন্নয়নের কাজ চলছে।

ঢাকুরিয়া স্টেশনে এবার থেকে বিভিন্ন অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে। স্টেশন সংলগ্ন ৯০ হাজার বর্গফুট এলাকা জুড়ে ভারতীয় রেল কমপ্লেক্স তৈরি করতে চলেছে। স্টেশনের মধ্যে সব রকমের সুবিধা পাওয়া যাবে এবং আলাদাভাবে থাকবে পার্কিং লটও। তবে এই দোকান বা পার্কিং লট কারা চালাবে? এই প্রসঙ্গে রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে যে এই সমস্ত দোকান বা পার্কিং লট ৪৫ বছরের জন্য কোনো ব্যক্তিগত সংস্থা লিজ নিতে পারবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রেল সূত্রে জানা গিয়েছে রেলের পক্ষ থেকে এই কমপ্লেক্সের নির্দিষ্ট মূল্যে পানীয় জল সরবরাহ ও বিদ্যুৎ সরবরাহ করা হবে। আরএলডিএ ইতিমধ্যেই ভারতের বিভিন্ন নির্মাণ সংস্থার কাছে এই ধরনের ৫৪ টি প্রকল্পের বরাত দিয়েছে। এরমধ্যে ইতিমধ্যেই ১৬টি স্টেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে স্টেশনের অত্যাধুনিককরণ প্রসঙ্গ নিয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই কাজ হয়ে গেলে নিত্যযাত্রীদের অনেক সুবিধা হবে এবং পাশাপাশি রেলের আয় অনেকটাই বাড়তে পারে।

About Author